জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলায় মুদি দোকানে মেয়াদ উত্তীর্ণ কোমল পানি ও বেলগাছী রেলগেটের কাছে কীটনাশক বিক্রির দোকানে মেয়াদ উত্তীর্ণ কীটনাশক বিক্রির অপরাধে দুই ব্যবসায়ীকে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর কর্তৃপক্ষ ২২ হাজার টাকা জরিমানা করেছে।
মঙ্গলবার (১৬ জুলাই) এ তদারকি পরিচালিত হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের চুয়াডাঙ্গা জেলা কার্যালয়ের সহকারী পরিচালক সজল আহম্মেদ জানান, সোমবার (১৫ জুলাই) রাতে একজন ভোক্তা তাকে ফোনকল দিয়ে অভিযোগ করেন যে, বেলগাছী রেলগেটে অবস্থিত মেসার্স আনিসা ট্রেডার্স নামক একটি দোকান থেকে তিনি একটি কোকাকোলা কোমল পানির বোতল কেনেন। কোক কিছুটা খাওয়ার পর তার শরীরের মধ্যে অস্বস্থির শুরু হয়। এরপর তিনি বোতলটির গায়ে লেখা মেয়াদ দেখতে গিয়ে দেখেন সেটি মেয়াদ উত্তীর্ণ হয়ে গেছে। সঙ্গে সঙ্গে তিনি ফোন করে বিষয়টি ভোক্তা অধিকার কর্তৃপক্ষকে জানান। তারপর এ দিন দুপুরে ওই প্রতিষ্ঠানে গিয়ে বিষয়টির সত্যতা পাওয়া যায়।
চুয়াডাঙ্গায় এমপি ছেলুনের বোনের মৃত্যুতে পৌর আওয়ামী লীগ শোকাহত
প্রতিষ্ঠানটির ফ্রিজ ও র্যাক থেকে একই ডেটের মেয়াদ উত্তীর্ণ আরো বেশকিছু বোতল পাওয়া যায়। উক্ত অপরাধে প্রতিষ্ঠানটির মালিক মশিউর রহমানকে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন ২০০৯ এর ৫১ ধারায় সাত হাজার টাকা জরিমানা করা হয়।
পরবর্তীতে মেসার্স শাকিব ট্রেডার্স নামক প্রতিষ্ঠানে তদারকি করে ওই প্রতিষ্ঠানে বেশ কিছু মেয়াদ উত্তীর্ণ কীটনাশক পাওয়া যায়।এর আগেও দুইবার সতর্ক করা স্বত্তেও আইন অমান্য করে ভালো পণ্যের সঙ্গে মেয়াদ উত্তীর্ণ পণ্য সংরক্ষণ করে বিক্রি করার অপরাধে প্রতিষ্ঠানটির মালিক গোলাম মেহেদীকে ৫১ ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জনস্বার্থে এ কর্মকাণ্ড অব্যাহত থাকবে এবং এ কাজে চুয়াডাঙ্গা জেলা পুলিশের একদল পুলিশ এ কাজে সহযোগীতা করেছে বলে তিনি জানান।
স্বাআলো/এস