নড়াইলে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অবহিতকরণ ও বাস্তবায়নের মাধ্যমে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩১ অক্টোবর) জেলা প্রশাসন ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সেমিনার অনুষ্ঠিত হয়।
জেলা প্রশাসক মোহাম্মদ আশফাকুল হক চৌধুরীর সভাপতিত্বে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শাশ্বতী শীল, ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক দিলারা জামান, নেজারত ডেপুটি কালেক্টর ও ভোক্তা অধিকার সংরক্ষণ কমিটির সদস্য সচিব মুহাম্মদ আছিফ উদ্দিন মিয়া, চেম্বার অব কমার্স, নড়াইলের সভাপতি হাসানুজ্জামান, বীরমুক্তিযোদ্ধা সাইফুর রহমান হিলু, কোয়াব, নড়াইলের কর্মকর্তা কাজী হাফিজুর রহমান, সরকারি কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, সাংবাদিক ও সংশ্লিষ্ট কর্মকর্তারা এ সময় উপস্থিত ছিলেন।
সেমিনারে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর বিভিন্ন ধারা, এ আইনের সুবিধার বিষয়ে উপস্থিতিদের অবহিত করা হয় এবং এর সঠিক বাস্তবায়নের জন্য জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে কি কি করণীয় সে বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
স্বাআলো/এসএস