ঘূর্ণিঝড় মিগজাউমের প্রভাবে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে বৃহস্পতিবার (৭ ডিসেম্বর) সারাদেশের বিভিন্ন জায়গায় মুষলধারে বৃষ্টি হচ্ছে। এর ফলে বিপদে পড়েছেন অফিসগামী মানুষ।
আবহাওয়া অফিসের একটি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বৃহস্পতিবার রাজধানী ঢাকা ও এর আশপাশের এলাকায় গত ৬ ঘণ্টায় ১০ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে। নিচু রাস্তায় পানি জমে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা।
সকাল ৭টা থেকে পরবর্তী ৬ ঘণ্টায় ঢাকা ও এর আশপাশের এলাকার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই সময়ে উত্তর ও উত্তর-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে বাতাস প্রবাহিত হতে পারে।
এছাড়া বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। আর দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। গত ২ দিন ধরেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হয়েছে দেশের বিভিন্ন জেলায়।
স্বাআলো/এসএ