রাজশাহী বিভাগ

রাজশাহীতে চার চিকিৎসকসহ ১১ জন করোনা পজিটিভ

রাজশাহী ব্যুরো রাজশাহী ব্যুরো | June 3, 2025

পার্শ্ববর্তী দেশ ভারতের পাশাপাশি বাংলাদেশেও হঠাৎ করে করোনা সংক্রমণ আশঙ্কাজনকভাবে বেড়ে গেছে। এর প্রভাব পড়েছে রাজশাহীতেও, যেখানে গত দুইদিনে নতুন করে ১১ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চারজন চিকিৎসক রয়েছেন।

জানা গেছে, সোমবার (২ জুন) রাজশাহীতে নতুন করে ৯ জন এবং তার আগের দিন রবিবার (১ জুন) দুইজনের করোনা পরীক্ষার ফল পজিটিভ পাওয়া যায়। সব মিলিয়ে দুই দিনে মোট ১১ জন আক্রান্ত হয়েছেন।

সোমবার (২ জুন) রাজশাহী মেডিকেল কলেজের মাইক্রোবায়োলজি বিভাগের পিসিআর ল্যাবে ১৫ জনের করোনা পরীক্ষা করা হয়, যার মধ্যে নয়জনের পজিটিভ ফল আসে। এই ৯ জনের মধ্যে চারজনই চিকিৎসক বলে নিশ্চিত করা হয়েছে।

দেশে ২৪ ঘণ্টায় ১৪ জনের শরীরে মিললো করোনা

এর আগের দিন রবিবার (১ জুন) একই পিসিআর ল্যাবে দুইজনের করোনা পরীক্ষা করা হলে দুজনেরই পজিটিভ ফল আসে। এই দুইজনের মধ্যে একজন রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে ভর্তি রয়েছেন এবং তার শ্বাসকষ্ট রয়েছে। করোনা পজিটিভ হওয়া অন্য রোগীরা চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিজ নিজ বাড়িতে আইসোলেশনে থেকে চিকিৎসা নিচ্ছেন।

রাজশাহী মেডিকেল কলেজের অধ্যক্ষ প্রফেসর ড. খন্দকার ফয়সল আলম জানান, রবিবার দুইজনের করোনা টেস্ট করে দুইজনেরই পজিটিভ রেজাল্ট পাওয়া গেছে, যার মধ্যে একজন রামেক হাসপাতালে ভর্তি। সোমবার ১৫ জনের পরীক্ষা করে নয়জনের পজিটিভ পাওয়া গেছে, যার মধ্যে চারজন চিকিৎসক।

তিনি আরো বলেন, আক্রান্তদের প্রত্যেকের উপসর্গ প্রায় একই রকম– হালকা জ্বর, সর্দি, কাশি, গা ব্যথা। যাদের করোনা পজিটিভ এসেছে, তাদের পরিবারের অন্য সদস্যরাও একই উপসর্গে আক্রান্ত হয়েছেন।

এদিকে, এ বিষয়ে রাজশাহী সিভিল সার্জন রাজিউল করিম বলেন, বিষয়টি তিনি অফিশিয়ালি এখনো জানেন না, তবে সাংবাদিকদের কাছ থেকে তিনি শুনেছেন।

উল্লেখ্য, বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ ছাড়া অন্য কোথাও করোনাভাইরাস পরীক্ষা করা হচ্ছে না। এই টেস্টগুলোও চিকিৎসকদের দিয়েই করানো হচ্ছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের পিসিআর ল্যাব গত বছর থেকেই বন্ধ রয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo