খুলনা বিভাগ

কিট সংকট: খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে করোনা পরীক্ষা বন্ধ

খুলনা ব্যুরো খুলনা ব্যুরো | June 20, 2025

প্রয়োজনীয় র‍্যাপিড অ্যান্টিজেন কিটের তীব্র সংকটের কারণে খুলনা মেডিকেল কলেজ (খুমেক) হাসপাতালের করোনা ভাইরাস পরীক্ষা বন্ধ হয়ে গেছে।

বৃহস্পতিবার (১৯ জুন) দুপুর থেকে এই পরীক্ষা বন্ধ রয়েছে এবং শুক্রবার (২০ জুন) সকালেও পরীক্ষা শুরু হয়নি বলে জানা গেছে।

কিটের প্রয়োজনীয়তা উল্লেখ করে দ্রুত সরবরাহ চেয়ে সংশ্লিষ্ট মন্ত্রণালয়ে চিঠি পাঠিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ।

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার এবং করোনা ইউনিটের ফোকালপারসন ডা. খান আহমেদ ইশতিয়াক বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টার দিকে কিট শেষ হয়ে যাওয়ায় করোনা পরীক্ষা বন্ধ হয়ে গেছে। এছাড়াও, খুলনা মেডিকেল কলেজের পিসিআর ল্যাবটিও বর্তমানে বিকল থাকায় সেখানেও পরীক্ষা করা সম্ভব হচ্ছে না।

যশোরে করোনা আক্রান্ত হয়ে আরো একজনের মৃত্যু

ডা. খান আহমেদ ইশতিয়াক আরো বলেন, জরুরিভাবে পাঁচ হাজার কিট চেয়ে স্বাস্থ্য অধিদফতরের কয়েক দফায় চিঠি দেয়া হয়েছে। সর্বশেষ বৃহস্পতিবারও চিঠি পাঠানো হয়েছে। প্রয়োজনীয় কিট পাওয়া গেলেই পুনরায় করোনা পরীক্ষা শুরু করা হবে।

তিনি জানান, বৃহস্পতিবার দুপুর ১টা পর্যন্ত খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ১৫ জনের নমুনা পরীক্ষা করা হয়েছিল। এর মধ্যে মো. হারুন নামের এক রোগীর শরীরে করোনা শনাক্ত হয়। তার শারীরিক অবস্থা ভালো থাকায় তিনি বাড়িতে থেকেই চিকিৎসা নিচ্ছেন। এছাড়া, হাসপাতালে করোনা ওয়ার্ডে চিকিৎসাধীন সুমাইয়া আক্তার সুস্থ হওয়ায় তাকে ছাড়পত্র দেওয়া হয়েছে। বর্তমানে করুনা বেগম নামের একজন রোগী খুমেক হাসপাতালে ভর্তি আছেন। এ পর্যন্ত খুলনায় মোট ৪ জনের করোনা শনাক্ত হয়েছে, যার মধ্যে ৩ জনই নগরীর বয়রা এলাকার বাসিন্দা।

কিট সংকটের কারণে আপাতত বিভিন্ন উপসর্গ নিয়ে আসা রোগীদের আইসোলেশনে থেকে চিকিৎসা নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে বলে হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo