কোথায় গেলো দুর্নীতিবাজ মিঠুর সহায় সম্পদ

হাসপাতাল ও প্রতিষ্ঠানে মালামাল সরবরাহ ও উন্নয়ন কাজের নামে শত শত কোটি টাকা আত্মসাতের ঘটনায় স্বাস্থ্য বিভাগের কথিত ‘ডন’ মোতাজ্জেরুল ইসলাম মিঠুর রংপুরসহ ঢাকায় অবস্থিত ৭৩ কোটি টাকার সম্পত্তি বাজেয়াপ্ত করার আদেশ দিয়েছেন আদালত। সেই সঙ্গে তার বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।

দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত এ আদেশ প্রদান করেছেন।

বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের অনুসন্ধানকারী কর্মকর্তা উপ-পরিচালক মশিউর রহমান।

মোতাজ্জেরুল ইসলাম মিঠুর বাড়ি রংপুরের গঙ্গাচড়া উপজেলার মহিপুরে। ধাপ মেডিক্যাল পূর্বগেট এলাকায় তার পৈত্রিক টিনশেড আধাপাকা বাড়ি ছাড়া আর কোনো সম্পদ ছিলো না। হঠাৎ করে এক প্রভাবশালী ব্যক্তির সহযোগিতায় রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালে বিভিন্ন চিকিৎসা সামগ্রী সরবরাহ করে তার উত্থান। তখন তার ব্যবসায়ীক পার্টনার ছিলেন প্রভাবশালী ব্যক্তির পরিবারের সদস্য। একপর্যায়ে সারাদেশের বেশিরভাগ মেডিক্যাল কলেজ ও হাসপাতালসহ বিভিন্ন প্রতিষ্ঠানে মুকুটহীন সম্রাটে পরিণত হয় মিঠু। চুরি করতে করতে একদিন ধরা পড়ে। সেই অবস্থাটা হয়েছে মোতাজ্জেরুল ইসলাম মিঠুর। আদালতের রায়ে তার ৭৩ কোটি টাকার সম্পদ বাজেয়াপ্ত হয়েছে। এখন কোথায় গেলো অবৈধ পথে উপার্জিত তার সহায় সম্পদ? এই শ্রেণির মানুষের একটি কাজের পেছনে নিজের আখের গোাছানোর ধান্দায় থাকে। আমরা মনে করি শুদ্ধি অভিযানের মাধ্যমে এ সব দুর্নীতিবাজদের ঝেড়ে ফেলা উত্তম।

আজ মিঠুর সম্পদ বাজেয়াপ্ত হয়েছে হয়েছে বলে তার নাম জানতে পারছেন জনতা। কিন্তু তার মতো হাজার হাজার টাউট-বাটপারে ভরা দেশটা। তারা যাচ্ছেতাই করে চলেছে। তারা চাটুকারিতার মাধ্যমে সবাইকে ভুলিয়ে সুযোগ পায়। আর এই সুযোগটাকে কাজে লাগিয়ে তারা এগিয়ে যায় সামনের দিকে। কাল বিলম্ব না করে যতো দ্রুত তাদের বিদায় করা যায় ততোই মঙ্গল।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

দেশের সর্বনিম্ন তাপমাত্রা যশোরে

দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে যশোরে।বুধবার (৮ জানুয়ারি)...

মণিরামপুরে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, কিশোর নিহত

যশোরের মণিরামপুরে দুই মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে রিয়াদ হোসেন (১৫)...

হাসপাতালের ডিসপ্লেতে ‘আওয়ামী লীগ আবার ভয়ংকর রূপে ফিরবে’

জেলা প্রতিনিধি, নোয়াখালী: জেলার সদর উপজেলার একটি হাসপাতালের ডিজিটাল...

ফ্রিজ, এসি ও মোটরবাইক উৎপাদনকারীদের কর দ্বিগুণ করলো সরকার

খুচরা যন্ত্রাংশসহ ফ্রিজ, রেফ্রিজারেটর, এয়ারকন্ডিশনার, কম্প্রেসর ও মোটরবাইক উৎপাদনকারী...