ঢাকা অফিস: জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতা আরিফ ব্যাপারীসহ তিনজনকে গ্রেফতার করেছ র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৩)।
বুধবার (২৭ মার্চ) রাতে শরীয়তপুর জেলার নড়িয়া থানার চরমোহনপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
এসময় জাল নোট তৈরিতে ব্যবহৃত সরঞ্জামাদিসহ বিপুল পরিমাণ জাল নোট জব্দ করা হয়। তবে বাকি আসামিদের নাম ও পরিচয় জানায়নি র্যাব।
র্যাব-৩ এর সিনিয়র সহকারী পরিচালক (এএসপি) আরিফুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
তিনি জানান, জাল নোট প্রস্তুতকারী চক্রের মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (২৮ মার্চ) দুপুর আড়াইটা দিকে রাজধানীর কারওয়ানবাজার র্যাব মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিস্তারিত জানানো হবে।
স্বাআলো/এসআর