কক্সবাজার সমুদ্রসৈকতে গোসলে নেমে স্বামী ও স্ত্রী মারা গেছেন।
রবিবার (৩ ডিসেম্বর) দুপুরে তাদের মরদেহ উদ্ধার করে ট্যুুরিস্ট পুলিশ।
নিহতরা হলেন, নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌর শহরের দিয়ারপাড়ার আবুল কাশেম বকুল (৪২) ও তার স্ত্রী সাবিকুন নাহার সুমা (৩৪)।
ট্যুরিস্ট পুলিশ কক্সবাজার রিজিয়নের প্রধান অতিরিক্ত ডিআইজি আপেল মাহমুদ এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ জানায়, ওই দম্পতি ছুটিতে কক্সবাজারে বেড়াতে গিয়েছিলেন। তারা কক্সবাজারের সিগাল হোটেলের ৩২৭ নম্বর কক্ষে শনিবার (২ ডিসেম্বর) সকাল ৯টা ৪০ মিনিটে অবস্থান নেন। রবিবার দুপুর ১২টার দিকে সমুদ্রে গোসল করতে নেমে তারা ঢেউয়ে ভেসে যান। পরে টুরিস্ট পুলিশের একটি দল তাদের মরদেহ উদ্ধার করে।
স্বাআলো/এসএ