ভারতের পশ্চিম উপকূলীয় রাজ্য গুজরাটের আহমেদাবাদে যাত্রীবাহী একটি বিমান বিধ্বস্ত হয়েছে। দেশটির বেসরকারি বিমান সংস্থা এয়ার ইন্ডিয়ার ওই বিমানে অন্তত ২৪২ জন যাত্রী ছিলেন বলে জানা গেছে। এই ঘটনায় বহু যাত্রীর প্রাণহানির আশঙ্কা করছেন দেশটির কর্মকর্তারা।
দেশটির সংবাদমাধ্যম এনডিটিভি বৃহস্পতিবার (১২ জুন) পিটিআইয়ের বরাত দিয়ে এক প্রতিবেদনে জানিয়েছে, আহমেদাবাদ বিমানবন্দর থেকে ২৪২ জন যাত্রীকে নিয়ে এয়ার ইন্ডিয়ার বিমানটি যুক্তরাজ্যের বার্মিংহাম শহরের উদ্দেশে যাত্রা শুরু করেছিলো।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুর ১টা থেকে ২টার মধ্যে বিমানটি উড্ডয়নের কিছুক্ষণ পরই আহমেদাবাদের কাছাকাছি এলাকায় বিধ্বস্ত হয়।
তবে বিমান বিধ্বস্তের এই ঘটনায় ঠিক কতজন যাত্রীর প্রাণহানি ঘটেছে, সেই বিষয়ে সুনির্দিষ্ট করে কোনো তথ্য এখন পর্যন্ত জানা যায়নি। কর্মকর্তারা প্রাণহানির আশঙ্কা করলেও বিস্তারিত সংখ্যা প্রকাশ করেননি।
বিস্তারিত আসছে…
স্বাআলো/এস