জেলা প্রতিনিধি,নড়াইল: নড়াইল সদর উপজেলার আট দলীয় ফুটবল টুর্নামেন্ট এর ফাইনাল খেলা ,সমাপনী ও পুরস্কার বিতরনী অনুষ্ঠিত হয়েছে ।
নড়াইল বীরশ্রেষ্ঠ নূর মোহম্মদ ষ্টেডিয়ামে ক্রীড়া পরিদফেতরের বার্ষিক ক্রীড়া কর্মসুচি -২০২৩-২৪ এর আওতায় নড়াইল জেলা ক্রীড়া অফিস নড়াইলের আয়োজনে এ টুর্নামেন্টর ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
নড়াইলে বাল্য বিবাহ মুক্তকরণের লক্ষ্যে স্কুল পর্যায়ের বিভিন্ন কর্মসুচি অনুষ্ঠিত
আজ সোমবার (৩ জুন) এ খেলার উদ্বোধন করে প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জুবায়ের হোসেন চৌধুরী।
জেলা ক্রীড়া অফিসার কামরুজ্জামান এর সভাপতিত্বে ক্রীড়া সংগঠক গিয়াস উদ্দিন খান ডালু, জেলা ক্রীড়া সংস্থার অতিরিক্ত সম্পাদক কৃষ্ণপদ দাসসহ জেলা ক্রীড়া অফিসের কর্মকর্তা ও খেলোয়ারসহ অনেকে এ সময় উপস্থিত ছিলেন।।
নড়াইলে ওয়ান শুটারগানসহ তিন অস্ত্র ব্যবসায়ী গ্রেফতার
ফাইনাল খেলায় নড়াইল জেলা পুলিশ দল মুসলিম জুয়েলার্সকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
মুসলিম জুয়েলার্স প্রথমে ব্যাট কর ১০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১০৮ রান করে জবাবে নড়াইল জেলা পুলিশ দল সাত ওভার পাঁচ বলে তিন উইকেট হারিয়ে ১০৫ রান করে জয়ের লক্ষ্যে পৌছে যায়।
স্বাআলো/এস