টাকা ধার দিয়ে নিজেই হলেন অপরাধী

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: জেলার বাউফল উপজেলার কানিজা ফাতেমা পপি নামের এক ভুক্তভোগী গত বছর মার্চ মাসে পার্শ্ববর্তী দুমকি উপজেলার কালাম গাজী নামের এক ব্যক্তিকে দুই লাক ৫০ হাজার টাকা ধার হিসেবে দেন। তবে নির্দিষ্ট সময় সেই টাকা ফেরত দেয়ার কথা থাকলেও কালাম সেই টাকা ফেরত না দিয়ে উল্টো গরু চুরির মামলায় ফাঁসিয়ে দেন পপি ও তার সন্তানকে।

এ ঘটনায় হয়রানির শিকার কানিজ ফাতেমা পপি বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) পটুয়াখালী প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করেন।

এসময় সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন ভুক্তভোগী পপি।

তার বক্তব্যে তিনি বলেন, কালাম গাজী দুৃমকি উপজেলার বাসিন্দা। তিনি গত বছর ২০২৪ এর মার্চ মাসের দিকে কয়েকটি গরু ও একটি মাহিন্দ্রা গাড়ি কেনার কথা বলে আমার কাছে দুই লাখ ৫০ হাজার টাকা ধার নেয় এবং জামানত হিসেবে তিনি আমাকে তার স্ত্রীর নামের একটি সমপরিমানের স্বাক্ষরকৃত একটি চেক ও একটি স্ট্যাম্প দেন। এ ঘটনার ছয় মাস পরে তার টাকা ফেরত দেয়ার কথা থাকলেও তিনি টাকা ফেরত না দিলে আমি গত নভেম্বর মাসে কালামদের বাড়ি যাই। তখন তাদের বাড়িতে সেই গরুগুলো দেখতে পাই। এসময় তারা আমাকে নির্দিষ্ট সময়ের মধ্যে এই গরুগুলো বিক্রি করে টাকা পরিশোধ করার কথা থাকলেও গত ৯ জানুয়ারি তারা আমাকে না জানিয়ে গোপনে গরুগুলো বিক্রি করার উদ্দেশ্যে হাটে নিবে এমন খবর শুনে আমি তাদের বাড়িতে যাই এবং বিক্রিতে বাধা দিয়ে বলি আমার টাকা না দিয়ে তারা যাতে গরু বিক্রি না করে। এরপরে আমি তাদের বাড়ি থেকে চলে আসলে তারা ওই দিন আবারো গরু বিক্রি করতে নিয়ে যাওয়ার পথে আমি বাঁধা দিয়ে গরুগুলো আমার বাড়িতে নিয়ে যাই। ১০ জানুয়ারি দুমকি থানা থেকে পুলিশ এসে আমাদের বাড়ি থেকে গরুগুলো নিয়ে যায়। ওই দিন আমাকে থানা থেকে ফোন করে ডাকলে আমি থানায় যাই। সেখানে দুই পক্ষ বসিয়ে সব ডকুমেন্ট দেখতে চায় পুলিশ। এরপরে থানা থেকে আমরা চলে আসি। পরের দিন কালাম গাজীর ভাই আবু সালেহ করা গরু চুরি মামলায় সকালে হঠাৎ আমাকে ও আমার ছেলে তাসমীম ইসলাম-কে দুমকি থানা থেকে পুলিশ ধরে নিয়ে আসে ও কোর্টে পাঠিয়ে দেয়। কোর্ট থেকে আমাদের দুইজনকে জেলে পাঠিয়ে দেয়। আমরা পরবর্তীতে জেল থেকে জামিনে মুক্তি পাই।

এই ঘটনায় আমরা অত্যন্ত মান-হানিকর পরিস্থিতিতে পরেছি। আমি এই ঘটনার সুষ্ঠুতদন্ত ও বিচারের দাবি জানান।

এসময় সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ভুক্তভোগী কানিজ ফাতিমা পপির পরিবারের সদস্যগন ও পটুয়াখালী প্রেসক্লাবের প্রিন্ট ও মিডিয়ার সাংবাদিক কর্মীরা।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

কাল যশোরের যেসব এলাকায় বিদ্যুৎ বন্ধ থাকবে

যশোর গ্রিড উপকেন্দ্রের আপগ্রেডেশন কাজের জন্য আগামী ১৭ জানুয়ারি,...

বেনাপোলে মদসহ বিপুল পরিমাণ ভারতীয় পণ্য আটক

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি: যশোর ব্যাটালিয়নের (৪৯ বিজিবি)...

প্রাথমিক শিক্ষকদের বদলি শুরু ২০ জানুয়ারি

সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষকদের একই উপজেলা বা থানার...

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় মোটরসাইকেল আরোহীর মৃত্যু

যশোরে কাভার্ডভ্যানের ধাক্কায় আতাউর মৃধা (৪৬) নামে এক মোটরসাইকেল...