জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: চুয়াডাঙ্গায় মাটি ভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে সামিউল ইসলাম (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
সোমবার (৩ জুন) আলমডাঙ্গা উপজেলার কেশবপুর গ্রামে এ দুঘর্টনা ঘটে।
চুয়াডাঙ্গায় কবিরাজের গলাকাটা লাশ উদ্ধার
নিহত সামিউল ইসলাম আলমডাঙ্গা উপজেলার হারদি ইউনিয়নের কেশবপুর গ্রামের মাঠপাড়ার আইনাল হকের ছেলে।
স্থানীয় ইউপি সদস্য মুনছুর আলী বলেন, ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে এক শিশু নিহত হয়েছে। মাটিকাটার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, আমরা মাছের একটি প্রজেক্টের জন্য মাটি কাটছিলাম। কোন অনুমোদন আছে কিনা জানতে চাইলে বলেন, কোন অনুমোদন ছিলো না। এখন ব্যস্ত আছি পরে বিস্তারিত বলবো বলে মোবাইলের সংযোগ বিচ্ছিন্ন করে দেন।
চুয়াডাঙ্গায় বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্যে দিয়ে বিশ্ব দুগ্ধ দিবস পালিত
আলমডাঙ্গা থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরহাদ হোসেন তথ্যটি নিশ্চিত করে বলেন, শিশু সামিউল খেলছিলো। এসময় মাটিভর্তি ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশু সামিউল ইসলামের মৃত্যু হয়। আমরা ঘটনাস্থলে আছি। উর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশ অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।
প্রসঙ্গতঃ আলমডাঙ্গার কেশবপুর গ্রামে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছিলো। ছিলো না কোনো অনুমোদন। এই মাটিবাহী ট্রাক্টরের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই শিশুটি মারা যায়।
চুয়াডাঙ্গায় মোটরসাইকেল কিনে ফেরার পথে দুর্ঘটনায় যুবক নিহত
স্থানীয়রা বলছেন, প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে কিছু প্রভাবশালীরা অবৈধভাবে মাটি কাটছেন। কোন পদক্ষেপই নেইনা প্রশাসন।
স্বাআলো/এস