শিমুলিয়া ডিগ্রি কলেজে ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক: যশোরের ঝিকরগাছা উপজেলায় আন্তঃ শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা ও শিমুলিয়া কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ২২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণসভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) শিমুলিয়া ডিগ্রি কলেজ কর্তৃপক্ষের আয়োজনে আন্তঃশিক্ষা প্রতিষ্ঠানের তিনদিনের বার্ষিক ক্রীড়া, সাংস্কৃতিক প্রতিযোগিতা, পুরস্কার বিতরণ ও কলেজের প্রতিষ্ঠাতা মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর ২২তম মৃত্যুবার্ষিকীতে স্মরণ সভা শিমুলিয়া ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত হয়।

শিমুলিয়া ডিগ্রি কলেজের অধ্যক্ষ ও শিমুলিয়া ইউনিয়ন আন্তঃ শিক্ষাপ্রতিষ্ঠান বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহবায়ক আব্দুস সালামের সার্বিক তত্ত্বাবধানে শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সভাপতি শাহাজান আলীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান আশার সঞ্চালনায়, অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন, বিএনপির কেন্দ্রীয় জেলা কমিটির সদস্য উপজেলা কমিটির সভাপতি ও সাবেক উপজেলা চেয়ারম্যান সাবিরা নাজমুল।

বিশেষ অতিথি ছিলেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মুরাদুন্নুবী মুরাদ, পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক রুহুল আমিন সুজন, সাবেক যুগ্ম সম্পাদক আশফাকুজ্জামান খান রনি, শিমুলিয়া কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি মিজানুর রহমান, ঝিকরগাছা থানার উপ-পরিদর্শক মোশারফ হোসেন, শিমুলিয়া মিশনের পালক পুরোহিত রেভা ফাদার দানিয়ান মন্ডল, মোকামতলা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল গফুর, মোকামতলা মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনারুল ইসলাম, সেন্টলুইস মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ব্রাদার সঞ্চয় ম্যাথিয়াস রোজারিও, শিমুলিয়া আদর্শ শিশু অ্যাকাডেমির পরিচালক আব্দুল আলিম, খাসখালি সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক বিশ্বজিৎ কুমার দাস, ধানপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ইকবাল হোসেন, মধুখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক সন্তোষ কুমার, দোসনিতা প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মনিরুজ্জামান, পাল্লা রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রধান শিক্ষক আনজুর হোসেন, ইউসুফ মেমোরিয়াল মডেল অ্যাকাডেমির প্রধান শিক্ষক নাজিম উদ্দিন, মাটিকোমরা-আন্দোলপোতা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শহিদুল ইসলাম, রাধানগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আখতারুজ্জামান, রাজাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক খোরশেদা খাতুন, সেন্ট লুইস প্রাইমারি বিদ্যালয়ের প্রধান শিক্ষক জুলিয়ানা পালমা, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি আব্দুল আহেদ, সহ সভাপতি রবিউল ইসলাম, গদখালী ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অহিদুজ্জামান লিটু, শিমুলিয়া ইউনিয়ন বিএনপির সাংগঠনিক সম্পাদক আলতাফ হোসেন, উপজেলা বিএনপির সাবেক আহবায়ক কমিটির সদস্য ও সাবেক কাউন্সিলর মতিয়ার রহমান, উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক আরাফাত কল্লোল, যুগ্ম আহবায়ক তরিকুল ইসলাম, পৌর ছাত্রদলের সাবেক সভাপতি শাহজাহান আলী, উপজেলা যুবদলের আহবায়ক কমিটির সদস্য প্রভাষক খায়রুল ইসলাম, পৌর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহবায়ক রওনকুল ইসলাম, ছাত্রদলের সদস্য আব্দুল্লাহ আল মামুনসহ আরো অনেকে।

উল্লেখ্য, এই তিন দিনব্যাপী শিমুলিয়া ইউনিয়ন আন্তঃ শিক্ষাপ্রতিষ্ঠানের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং শিমুলিয়া কলেজ প্রতিষ্ঠাতা সাবেক চেয়ারম্যান মরহুম মোস্তাফিজুর রহমান চান্দুর স্মরণসভা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রথম দিনে সোমবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার কামরুজ্জামান জাহাঙ্গীর হুসাইন মিঞা।

এছাড়াও ২য় দিনে মঙ্গলবার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার ভূপালী সরকার।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

বৃষ্টির নিখোঁজের চারদিন পর লাশ মিললো বাগেরহাটে

জেলা প্রতিনিধি, নড়াইল: নিখোঁজের চারদিন পর বাগেরহাট থেকে নড়াইল...

পাসপোর্টে থাকছে না পুলিশ ভেরিফিকেশন

পাসপোর্ট ইস্যু ও নবায়নের ক্ষেত্রে থাকছে না পুলিশ ভেরিফিকেশন।মঙ্গলবার...

খুলনায় গৃহবধু ও বৃদ্ধের লাশ উদ্ধার

খুলনার খালিশপুর থানা এলাকায় মারিয়া সুলতানা নামের এক গৃহবধূ...

জানুয়ারিতে সড়কে ঝরেছে ৬০৮ প্রাণ

বছরের প্রথম মাস জানুয়ারিতে সারাদেশে সড়ক দুর্ঘটনা ঘটেছে ৬২১টি।...