খুলনা বিভাগ

যশোরে কালভার্ট ধস: যোগাযোগ বন্ধ, ২ লাখ মানুষের ভোগান্তি চরমে

নিজস্ব প্রতিবেদক নিজস্ব প্রতিবেদক | May 18, 2025

যশোরের অভয়নগর উপজেলার বাঘুটিয়া ইউনিয়নের শিবনগর ও বাঘুটিয়ার মাঝামাঝি আমতলা-নড়াইল সড়কের ওপর অবস্থিত একটি গুরুত্বপূর্ণ বক্স কালভার্ট ধসে পড়েছে। প্রায় ৩৫ বছর আগে নির্মিত এই কালভার্টটি ভেঙে পড়ায় এই অঞ্চলের দুই লাখ মানুষের যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে ও চরম ভোগান্তি পোহাতে হচ্ছে।

জানা গেছে, তিন-চার বছর ধরে কালভার্টটি বিপদজনক অবস্থায় ছিলো এবং সতর্কতামূলক লাল পতাকা লাগানো ছিলো। এর মধ্যেই ঝুঁকি নিয়ে হালকা যান চলাচল করতো। কিন্তু গত দুইদিন আগে একটি মালবাহী ট্রাক কালভার্টের উপর উঠলে এটি সম্পূর্ণভাবে ধসে পড়ে।

এই সড়কটি নড়াইল হয়ে ঢাকা যাতায়াতের জন্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও কম দূরত্বের পথ। নড়াইল এক্সপ্রেস, হামদানসহ ঢাকাগামী বেশ কয়েকটি পরিবহন বাস নোয়াপাড়া ব্রিজ পার হয়ে মাত্র ২০ কিলোমিটার দূরে নড়াইল যেতে এই রুট ব্যবহার করতো। এছাড়া, ট্রাকে মালামাল পরিবহনের ক্ষেত্রেও এটি একটি শর্টকাট রুট হিসেবে পরিচিত।

স্থানীয় বাসিন্দারা জানান, কালভার্টটি ভেঙে যাওয়ার ফলে নওয়াপাড়া-নড়াইল-ঢাকা রুটে সরাসরি বাস চলাচল বন্ধ হয়ে গেছে। আগে এই পথে মাত্র ৩ ঘন্টায় নোয়াপাড়া থেকে ঢাকায় যাওয়া যেতো। বর্তমানে যোগাযোগ ব্যবস্থা প্রায় ভেঙে পড়েছে।

যশোরে ডালের আঘাতে দিনমজুরের মৃত্যু

গাড়ি চালক জানান, বর্তমানে শুধুমাত্র ইজিবাইক ও ভ্যান ঝুঁকি নিয়ে কালভার্টের দুই পাশ দিয়ে চলাচল করছে। এই অবস্থা চলতে থাকলে যেকোনো সময় বড় ধরণের দুর্ঘটনা ঘটতে পারে।

৬নং বাঘুটিয়া ইউনিয়নের চেয়ারম্যান শেখ তৈয়েবুর রহমান বলেন, তিনি কালভার্ট ভাঙ্গা স্থানটি পরিদর্শন করেছেন এবং বিষয়টি উপজেলা প্রকৌশলী ও এলজিইডিকে জানিয়েছেন। তিনি আশা করেন, দ্রুত এর একটি সমাধান হবে। তিনি আরও জানান, কালভার্টের দুই পাশে দ্রুত বেড়া নির্মাণ করা প্রয়োজন, না হলে রাতে অসতর্কাবস্থায় মানুষ পড়ে প্রাণ হারাতে পারে।

অভয়নগর উপজেলা প্রকৌশলী নাজমুলহুদা জানান, এক মাস আগে কালভার্টটি পুনরায় নির্মাণের জন্য এস্টিমেট তৈরি করে হেড অফিসে পাঠানো হয়েছে। অনুমোদন পেলে টেন্ডারের মাধ্যমে কাজ শুরু হবে। তবে জরুরি ভিত্তিতে যান চলাচল সচল রাখতে কালভার্টের উভয় পাশে সংযোগ সড়ক ও যোগাযোগ ব্যবস্থা চালু রাখার জন্য ইতিমধ্যেই বিকল্প (ডাইভার্ট) সড়ক নির্মাণের কাজ শুরু হয়েছে।

দ্রুততম সময়ে কালভার্টটি মেরামত করা জরুরি উল্লেখ করে তিনি বলেন, অন্যথায় সাধারণ মানুষকে অনেক দীর্ঘ পথ ঘুরে অর্থাৎ খুলনা অথবা যশোর হয়ে ঢাকায় যাতায়াত করতে হবে। এই চরম ভোগান্তি থেকে মুক্তি পেতে দ্রুততম সময়ে কালভার্টটি মেরামত করার জন্য এলাকাবাসী উর্ধ্বতন কর্তৃপক্ষের সুদৃষ্টি কামনা করেছেন।

স্বাআলো/এস

Shadhin Alo