বিনোদন ডেস্ক
জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিমকে এবার দেখা যাবে এক অচেনা, ভয়ঙ্কর রূপে। নির্মাতা সঞ্জয় সমদ্দার পরিচালিত অ্যাকশন থ্রিলার সিনেমা ‘ইনসাফ’-এর দ্বিতীয় পোস্টার প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে চলছে আলোচনা। পোস্টারে মোশাররফ করিমের নতুন এই রূপ দর্শকদের মধ্যে ব্যাপক কৌতূহল সৃষ্টি করেছে।
সোমবার (৫ মে) পরিচালক সঞ্জয় সমদ্দার তার সামাজিক যোগাযোগ মাধ্যমে ‘ইনসাফ’ সিনেমার দ্বিতীয় পোস্টারটি শেয়ার করেন।
পোস্টারে দেখা যায়, হাসপাতালের একটি স্টোর রুমের মতো পরিবেশে দাঁড়িয়ে আছেন মোশাররফ করিম। তার হাতে একটি কুড়াল, গলায় ঝুলছে স্টেথোস্কোপ, আর পরনের পোশাকে লেগে আছে রক্তের ছোপ। তার চাহনি আর সামগ্রিক উপস্থাপনা তাকে চিরচেনা কমেডি বা সিরিয়াস ভূমিকার বাইরে এক ভিন্ন মাত্রায় উপস্থাপন করেছে।
মাদক সেবন করে গৃহকর্মীকে নির্যাতন, পরীমনির বিরুদ্ধে মামলা
পোস্টারটি শেয়ার করে পরিচালক সঞ্জয় সমদ্দার ক্যাপশনে লিখেছেন, এই ডাক্তার রোগ নয়, পাপ সারায়! রক্তই তার ভাষা, ইনসাফই তার শপথ। এই ক্যাপশন এবং পোস্টারের দৃশ্য দেখে নেটিজেনরা ধারণা করছেন, সিনেমায় মোশাররফ করিমকে হয়তো এক ভয়ঙ্কর ডাক্তারের চরিত্রে দেখা যাবে, যিনি প্রচলিত পদ্ধতির বাইরে গিয়ে কোনো এক ধরনের ‘ইনসাফ’ প্রতিষ্ঠা করতে চান।
‘ইনসাফ’ সিনেমাটি আগামী ঈদুল আজহায় প্রেক্ষাগৃহে মুক্তি পাওয়ার কথা রয়েছে। এটি বাংলাদেশে সঞ্জয় সমদ্দারের প্রথম সিনেমা হলেও, পরিচালক হিসেবে এটি তার দ্বিতীয় কাজ। এর আগে তিনি কলকাতার সুপারস্টার জিৎকে নিয়ে টলিউডে ‘মানুষ’ নামে একটি সিনেমা নির্মাণ করেছিলেন।
উল্লেখ্য, ‘ইনসাফ’ সিনেমায় প্রধান নায়ক হিসেবে অভিনয় করছেন শরীফুল রাজ। তাকেও এই সিনেমায় ধুন্ধুমার অ্যাকশন অবতারে দেখা যাবে বলে জানা গেছে। রাজের বিপরীতে নায়িকা হিসেবে থাকছেন তাসনিয়া ফারিণ। মোশাররফ করিমের এই ভিন্নধর্মী লুক সিনেমার প্রতি দর্শকদের আগ্রহ আরো বাড়িয়ে দিয়েছে।
স্বাআলো/এস