রাজনৈতিক সংঘর্ষ ও প্রাণহানির পর থমথমে পরিস্থিতি বিরাজ করছে গোপালগঞ্জে। নিরাপত্তার স্বার্থে জেলায় জারি করা কারফিউ অব্যাহত রেখেছে প্রশাসন।
শনিবার (১৯ জুলাই) দিনভর ১৪ ঘণ্টা শিথিল থাকার পর রাত ৮টা থেকে আবারও ১০ ঘণ্টার জন্য কারফিউ জারি করা হয়েছে, যা রোববার সকাল ৬টা পর্যন্ত বলবৎ থাকবে।
শনিবার বিকাল পৌনে ৫টায় গোপালগঞ্জের জেলা প্রশাসক মুহম্মদ কামরুজ্জামানের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত করা হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, শনিবার সকাল ৬টা থেকে রাত ৮টা পর্যন্ত কারফিউ শিথিল করা হয়েছিল। তবে এই সময়ে শহরে সাধারণ মানুষের চলাচল ছিল খুবই সীমিত। দোকানপাট ও ব্যবসা প্রতিষ্ঠান খোলেনি এবং শহরজুড়ে একটি থমথমে পরিবেশ বিরাজ করছিল।
এর আগে, গত বুধবার (১৬ জুলাই) এনসিপির পদযাত্রা কর্মসূচিকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের সঙ্গে সংঘর্ষ এবং আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দফায় দফায় সংঘাতে রণক্ষেত্রে পরিণত হয় গোপালগঞ্জ। প্রায় পাঁচ ঘণ্টা ধরে চলা ওই সহিংসতায় অন্তত চারজন নিহত হন। পরে আহতদের মধ্যে আরো একজন বৃহস্পতিবার রাতে হাসপাতালে মারা যান, ফলে মোট মৃতের সংখ্যা দাঁড়ায় পাঁচজনে।
পরিস্থিতির ভয়াবহতায় সেদিন পুলিশ সুপারের কার্যালয়ে আটকা পড়া এনসিপির কেন্দ্রীয় নেতাদের সেনাবাহিনীর সাঁজোয়া যানে করে নিরাপদে গোপালগঞ্জ থেকে সরিয়ে নেওয়া হয়।
সহিংসতার প্রেক্ষাপটে জেলা প্রশাসন প্রথমে ১৪৪ ধারা এবং পরে বুধবার সন্ধ্যা থেকে কারফিউ জারি করে। এরপর কয়েক দফায় সময় পরিবর্তন করে কারফিউ অব্যাহত রাখার সিদ্ধান্ত নেয় সরকার। সর্বশেষ শনিবার রাতে পুনরায় কারফিউ কার্যকরের ঘোষণা এলো। উদ্ভূত পরিস্থিতি মোকাবেলায় শহরজুড়ে আইনশৃঙ্খলা বাহিনীর কঠোর অবস্থান লক্ষ্য করা গেছে।
স্বাআলো/এস