ঢাকা অফিস
গত কয়েকদিন ধরে সারাদেশে দমকা হাওয়া, বজ্রসহ বৃষ্টি ও শিলাবৃষ্টি কিছুটা স্বস্তি এনেছে এবং সর্বোচ্চ তাপমাত্রা ৩৫ ডিগ্রির ঘরে নেমে এসেছে। তবে এর মধ্যেই আবহাওয়া অধিদপ্তর মে মাসের জন্য একটি মিশ্র ও সম্ভাব্য উদ্বেগজনক পূর্বাভাস দিয়েছে। চলতি মে মাসেই বঙ্গোপসাগরে এক থেকে দুটি ঘূর্ণিঝড় সৃষ্টির আশঙ্কার কথা জানিয়েছে সংস্থাটি। একইসঙ্গে এ মাসে তীব্র কালবৈশাখী এবং তাপপ্রবাহেরও সম্মুখীন হতে পারে দেশ।
বুধবার (৩০ এপ্রিল) বিকেলে আবহাওয়া অধিদফতরের উপ-পরিচালক এসএম কামরুল হাসানের সই করা মাসব্যাপী দীর্ঘমেয়াদী পূর্বাভাসে এই তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশে সার্বিকভাবে স্বাভাবিক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। তবে এই সময়ে বঙ্গোপসাগরে এক থেকে তিনটি লঘুচাপ সৃষ্টি হতে পারে, যার মধ্যে এক থেকে দুইটি নিম্নচাপ ঘনীভূত হয়ে ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার আশঙ্কা রয়েছে।
ঝড়-বৃষ্টির সম্ভাবনা, হতে পারে শিলাবৃষ্টি
ঘূর্ণিঝড়ের পাশাপাশি এ মাসে কালবৈশাখীর দাপটও অব্যাহত থাকতে পারে। পূর্বাভাস অনুযায়ী, দেশে ২ থেকে ৩ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ মাঝারি বা তীব্র কালবৈশাখী ঝড় এবং ৩ থেকে ৫ দিন বজ্র ও শিলাবৃষ্টিসহ হালকা থেকে মাঝারি ধরনের কালবৈশাখী ঝড় বয়ে যেতে পারে।
তাপমাত্রা নিয়েও সতর্কবার্তা দেয়া হয়েছে। পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে ১ থেকে ৩টি মৃদু (৩৬ থেকে ৩৭.৯ ডিগ্রি সেলসিয়াস) থেকে মাঝারি (৩৮ থেকে ৩৯.৯ ডিগ্রি সেলসিয়াস) ধরনের তাপপ্রবাহ বয়ে যেতে পারে। এমনকি, ১ থেকে ২টি তীব্র (৪০ ডিগ্রি সেলসিয়াসের ঊর্ধ্বে) তাপপ্রবাহেরও আশঙ্কা রয়েছে। এ সময় সারাদেশে দিনের তাপমাত্রা স্বাভাবিক থাকলেও রাতের তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে কিছুটা বেশি থাকতে পারে।
নদ-নদীর পরিস্থিতি সম্পর্কে পূর্বাভাসে বলা হয়েছে, মে মাসে দেশের প্রধান নদ-নদীগুলোতে স্বাভাবিক পানি প্রবাহ বিরাজমান থাকতে পারে। তবে, বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টিপাতের কারণে দেশের উত্তরাঞ্চল, উত্তর-পূর্বাঞ্চল এবং দক্ষিণাঞ্চলের নদীগুলোর পানি সমতল আকস্মিকভাবে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে।
স্বাআলো/এস