জাতীয়

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় শক্তি

ঢাকা অফিস ঢাকা অফিস | October 1, 2025

বঙ্গোপসাগরে একটি পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছেন কানাডার সাসকাচোয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ।

বুধবার (১ অক্টোবর) ফেসবুক পেজে দেয়া এক পোস্টে তিনি এই তথ্য জানান।

মোস্তফা কামাল পলাশ তার পোস্টে উল্লেখ করেন যে, আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে। তিনি লেখেন, “আজ ১লা অক্টোবর দক্ষিণ বঙ্গোপসাগরে একটি শক্তিশালী নিম্নচাপের সৃষ্টি হয়েছে যা আগামী ১২ থেকে ৩৬ ঘণ্টার মধ্যে ঘূর্ণিঝড়ে পরিণত হওয়ার আশঙ্কা জানিয়েছে আমেরিকার নৌবাহিনী কর্তৃক পরিচালিত জয়েন্ট টাইফুন ওয়ার্নিং সেন্টার।”

তবে গবেষক পলাশ আরো ব্যাখ্যা করেন যে, ভারত ও বাংলাদেশের ওপর এখনও বর্ষা মৌসুম চলমান রয়েছে এবং বর্ষা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত বঙ্গোপসাগরে পূর্ণাঙ্গ ঘূর্ণিঝড় সৃষ্টির মতো অনুকূল পরিবেশ সাধারণত বিরাজ করে না। এই কারণে নিম্নচাপটি গভীর নিম্নচাপে পরিণত হয়ে ভারতের অন্ধ্র প্রদেশ ও ওড়িশা রাজ্যের উপকূলের ওপর দিয়ে স্থলভাগে প্রবেশ করার সম্ভাবনা বেশি।

তবুও এই গভীর নিম্নচাপের প্রভাবে বাংলাদেশ, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, ত্রিপুরা ও মেঘালয় রাজ্যের ওপর আগামী ৬ অক্টোবর পর্যন্ত ভারী বৃষ্টির প্রবল আশঙ্কা করা হচ্ছে।

যদি এই গভীর নিম্নচাপটি সব রেকর্ড ভেঙে শেষ পর্যন্ত ঘূর্ণিঝড়ে পরিণত হয়, তবে এর নাম হবে ‘শক্তি’। আবহাওয়া পরিস্থিতি পর্যবেক্ষণ করে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ প্রয়োজনীয় সতর্কতা জারি করবে বলে আশা করা হচ্ছে। উপকূলীয় অঞ্চলের মানুষকে সতর্ক থাকার এবং আবহাওয়া অফিসের নিয়মিত বুলেটিন অনুসরণ করার পরামর্শ দেয়া হয়েছে।

স্বাআলো/এস

Shadhin Alo