পটুয়াখালীতে ঘূর্ণিঝড় রিমালের ভয়ংকর থাবায় লন্ডভন্ড চারিদিক

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: ঘূর্নিঝড় রিমাল’র তান্ডবে ৩৭,৭৭৬টি বাড়ি ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৮২টি বাড়িঘর সম্পূর্ন ক্ষতি হয়েছে বলে জেলা ত্রান ও পুর্নবাসন বিভাগ নিশ্চিত করেছে।

পটুয়াখালী জেলা ত্রান ও পুর্নবাসন বিভাগের দেয়া প্রতিবেদন সূত্রে জানা গেছে, ঘূর্নিঝড় রিমাল’ তান্ডবে পটুয়াখালী জেলায় ৩৭,৭৭৬টি বাড়ি-ঘর বিধ্বস্ত হয়েছে। এর মধ্যে ছয় হাজার ৮২টি বাড়িঘর সম্পূর্ন ক্ষতিগ্রস্থ হয়েছে। রিমাল’র তান্ডবে জলোচ্ছ্বাস বাস ও ঝড়ো হাওয়ায় জেলায় ৮৪,৫০০টি পরিবারে তিন জনের মৃত্যু ও তিন লক্ষ ৩৮ হাজার মানুষ ক্ষতিগ্রস্থ হয়েছে। ফসলের ক্ষতি হয়েছে ৭৫৪০ হেক্টর জমির ফসল, যা টাকার পরিমান ধরা হয়েছে ২৬ কোটি ২১ লাখ টাকা। রিমালে জেলায় প্রাণী সম্পদ ২৯,২৪০টি ছাগল, গরু, মহিষ, ভেড়া, হাঁস ও মুরগির ক্ষতি হয়েছে, যা টাকার মূল্য ধরা হয়েছে এক কোটি ৪৫ লাখ ৬৯৩ টাকা।

জলোচ্ছ্বাসে ও ঝড়ো হাওয়ায় ২৩.৬৬ কিঃ মিঃ বেড়িবাঁধ ক্ষতিগ্রস্থ হয়েছে, যা টাকার মূল্য ১৯ কোটি ৯৩ লাখ টাকা। জলোচ্ছাসে ও অতিরিক্ত বৃষ্টির কারনে ১৪,৯২৮টি পুকুর ও ঘেরের মাছ ভেসে গেছে। টাকায় ক্ষতি হয়েছে ২৯ কোটি ৬৯ লাখ ৬৪ হাজার টাকা। ঘূর্নিঝড় রিমালে জেলায় ১২২৪ টি গভীর নলকূপ ও ১২২৪টি হস্তচালিত নলকূপ ক্ষতি হয়। যা টাকায় ক্ষতি ধরা হয়েছে তিন কোটি ছয় লাখ টাকা। স্বাস্থ্য সম্মত পায়খানা ক্ষতি হয়েছে ৬৬৪১ টি, টাকায় ক্ষতি হয়েছে সাত কোটি ৯৬ লাখ ৯২ হাজার টাকা। রিমালের তান্ডবে জেলার আটটি উপজেলার ৭৫টি গ্রাম প্লাবিত হয়েছে। ঘূর্নিঝড়ের সময় জেলার ৮২৯ টি আশ্রয় কেন্দ্রে ৫৮ হাজার ৫৫ জন মানুষ আশ্রয় নিয়েছিলো বলেও জেলা ত্রান ও পুর্নবাসন কর্মকর্তা সুমন দেবনাথ তার প্রতিবেদনে উল্লেখ করেছেন।

তিনি আরো জানিয়েছেন, জেলায় ৩৫০ মেঃ টন জিআর চাল, ২১ লাখ ৭৫ হাজার টাকার ত্রান বিভিন্ন ক্ষতিগ্রস্থ এলাকায় পাঠানো হয়েছে। এছাড়াও ৮০৯ প্যাকেট শুকনা খাবার, ছয় লাখ টাকার শিশু খাদ্য ও ছয় লাখ টাকার গো-খাদ্যও প্রেরন করা হয়েছে উপজেলা সমূহে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

মাহমুদউল্লাহ-ফাহিমের ঝড়ে দুর্দান্ত জয় বরিশালের

টার্গেটে ১৯৮ রান। বড় লক্ষ্য ব্যাট করতে নেমে ৫১...

চুয়াডাঙ্গায় পানিতে ডুবে শিশুর মৃত্যু

চুয়াডাঙ্গা পৌর এলাকার ইসলামপাড়ার পানিতে ডুবে আরবী খাতুন (৫)...

আতশবাজি-ফানুস উৎসব নিয়ে যে বার্তা দিলেন জয়া আহসান

কতশত স্মৃতি নিয়ে বিদায়ের দ্বারপ্রান্তে ২০২৪। নতুন বছর ২০২৫’...

শীতের তীব্রতা বাড়তে পারে

আবহাওয়া অধিদফতর জানিয়েছে, আজ থেকে তিনদিন সারাদেশে দিন ও...