ঢাকা অফিস: গাজীপুরের কালিয়াকৈরে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ আরো একজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ১৬ জনে।
কিছু দিন আগে সন্ধ্যার দিকে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। শনিবার (২৩ মার্চ) রাত ৮টার দিকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় নাদিম (২২) নামের ওই যুবক মারা যান।
নিহত নাদিম জামালপুরের দেওয়ানগঞ্জ থানার আব্দুর রহিমের ছেলে। তিনি কালিয়াকৈর এলাকায় থাকতেন।
নাদিমের শরীরে ৫৫ শতাংশ দগ্ধ ছিলো বলে জানান শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের আবাসিক চিকিৎসক ডা. তরিকুল ইসলাম।
স্বাআলো/এসআর