বিনোদন

বিপদে আছেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | May 21, 2025

ঢালিউড অভিনেত্রী নুসরাত ফারিয়াকে রবিবার (১৮ মে) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে গ্রেফতার করা হয়। রাজধানীর ভাটারা থানায় একটি হত্যাচেষ্টা মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা ছিলো। পরে তিনি জামিনে মুক্তি পেয়েছেন। এই ঘটনাটি বিনোদন অঙ্গনে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি করেছে।

জানা গেছে, রবিবার থাইল্যান্ড যাওয়ার সময় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ইমিগ্রেশন পুলিশ নুসরাত ফারিয়াকে আটক করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে তাকে ভাটারা থানায় হস্তান্তর করা হয়। ওই মামলায় প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তিনি আদালত থেকে জামিন লাভ করেন।

নুসরাত ফারিয়ার গ্রেফতারের ঘটনা নিয়ে বিনোদন তারকারা সামাজিক মাধ্যমে তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন। কেউ কেউ এর প্রতিবাদও করেছেন। এ বিষয়ে দেশের বর্ষীয়ান গুণী অভিনেতা ফজলুর রহমান বাবু গণমাধ্যমে প্রকাশিত এক ভিডিও সাক্ষাৎকারে কথা বলেছেন।

জামিন পেলেন নায়িকা নুসরাত ফারিয়া

ফজলুর রহমান বাবু বলেন, নুসরাত ফারিয়াকে আটক করা হয়েছে, এটা খুবই দুঃখজনক। তবে তিনি কি অভিনয় করার জন্য বন্দি হয়েছেন, নাকি অন্য কোনো কারণে, সেটি আমাদের কাছে পরিষ্কার না। তিনি আরো বলেন, যদি খুব পরিষ্কার করে বলি, তাহলে বলতে হবে নিজেও বিপদে আছি।

এদিকে, অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেফতারের পর সামাজিক মাধ্যমে আবারো আলোচনায় উঠে আসে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন ও কর্মের ওপর নির্মিত ‘মুজিব: একটি জাতির রূপকার’ সিনেমাটি। এই সিনেমায় তিনি শেখ হাসিনার চরিত্রে অভিনয় করেছিলেন, যা তার ক্যারিয়ারে আলোচনা ও সমালোচনার জন্ম দেয় এবং সিনেমাপ্রেমীদের মধ্যে এক ধরনের বিভক্তি তৈরি করে। ভারতের খ্যাতিমান পরিচালক শ্যাম বেনেগাল পরিচালিত সিনেমাটি ২০২৩ সালের ১৩ অক্টোবর বাংলাদেশে মুক্তি পায়।

নুসরাত ফারিয়ার গ্রেফতারে বিব্রত সংস্কৃতি উপদেষ্টা

এই সিনেমায় শেখ মুজিব চরিত্রে অভিনয় করেন আরিফিন শুভ। ফজিলাতুন্নেছা মুজিবের চরিত্রে নুসরাত ইমরোজ তিশা এবং খুনি খন্দকার মোশতাকের চরিত্রে ফজলুর রহমান বাবু অভিনয় করেন। এতে আরো গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ ও মিশা সওদাগর প্রমুখ।

স্বাআলো/এস

Shadhin Alo