Uncategorized

চুয়াডাঙ্গায় বাবার হাতে মেয়ে খুন!

| October 1, 2023

চুয়াডাঙ্গার দামুড়হুদার বাঘাডাঙ্গা গ্রামে বাবার ধারালো অস্ত্রের আঘাতে মর্জিনা (৩৫) নামে এক নারী খুন হয়েছে।

শনিবার (৩০ সেপ্টেম্বর) রাত দেড়টার দিকে নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। এ সময় মর্জিনার মেয়ে ঠেকাতে গেলে তাকে কুপিয়ে জখম করে।

নিহতের বোনের ছেলে হোসেইন বলেন, সন্ধ্যায় সমিতি থেকে নেয়া ঋণের কিস্তির টাকা দেয়া নিয়ে বাবা আজিজুল হকের সঙ্গে মর্জিনা খাতুনের বাগবিতণ্ডা হয়। এরই জের ধরে রাত দেড়টার দিকে ঘুমন্ত অবস্থায় মেয়েকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে জখম করেন আজিজুল। একপর্যায়ে বাড়ির একটি গর্তে ফেলে রাখেন। এসময় মর্জিনার চিৎকারে তার মেয়ে রেকসোনা ছুটে এলে তাকেও এলোপাতাড়ি কুপিয়ে জখম করেন আজিজুল। পরে দুজনকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মর্জিনাকে মৃত ঘোষণা করেন।

জরুরি বিভাগের চিকিৎসক মুস্তাফিজুর রহমান বলেন, মর্জিনা খাতুনকে হাসপাতালে মৃত অবস্থায় নিয়ে আসা হয়েছিলো। তার শরীরের বিভিন্ন স্থানে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। রেকসোনার দুই হাত জখম হয়েছে। ক্ষতস্থানে সেলাই দেয়া হয়েছে।

কার্পাসডাঙ্গা পুলিশ ফাঁড়ী ইনচার্জ এসআই ইমরান হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বাআলো/এসএস

Shadhin Alo

Leave a Reply