চট্রগ্রাম বিভাগ

খালে মিললো প্রতিবন্ধী শিশুর লাশ

জেলা প্রতিনিধি, নোয়াখালী জেলা প্রতিনিধি, নোয়াখালী | July 14, 2025

নোয়াখালীর চাটখিল উপজেলায় নিখোঁজের দুইদিন পর খাল থেকে আরিফ হোসেন (১৩) নামে এক মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শিশুটির পরিবারের দাবি, তাকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

সোমবার (১৪ জুলাই) উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খাল থেকে ওই শিশুর মরদেহ উদ্ধার করা হয়। নিহত আরিফ উপজেলার বদলকোট ইউনিয়নের পরকোট গ্রামের পাটোয়ারী বাড়ির জামাল হোসেনের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মানসিক বুদ্ধিপ্রতিবন্ধী হওয়ায় আরিফ মাঝে মধ্যে রাতে বাড়িতে না গিয়ে বাইরে ঘোরাঘুরি করত এবং পরের দিন সকালে ফিরে আসত। গত শনিবার রাতেও সে বাড়ি ফেরেনি। রোববার সকাল থেকে তার পরিবারের সদস্যরা তাকে খোঁজাখুজি শুরু করে।

সোমবার স্থানীয় লোকজন উপজেলার বদলকোট ইউনিয়নের মেঘা খালে একটি মরদেহ ভাসতে দেখে জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল দেয়। খবর পেয়ে চাটখিল থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

তাৎক্ষণিক একটি শিশুর মরদেহ উদ্ধারের ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়লে নিহত শিশুর বাবা ঘটনাস্থলে যান। তবে মরদেহ ফুলে যাওয়ায় তিনি ছেলেকে চিনতে পারেননি। পরে আরিফের মা থানায় এসে মরদেহ দেখে ছেলের পরিচয় নিশ্চিত করেন।

নিহত শিশুর পরিবারের এক সদস্য দাবি করেন, আরিফ হয়তো রাতে কারো ঘরে ঢুকতে চেষ্টা করলে তাকে পিটিয়ে হত্যা করা হতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, শিশুটির মরদেহ খালের পানিতে উপুড় হয়ে ছিল। এতে শরীরের বিভিন্ন অংশসহ চোখ, মুখ ফুলে গেছে। প্রাথমিকভাবে শরীরে কোনো আঘাতের চিহ্ণ পাওয়া যায়নি।

তিনি আরো বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ২৫০ শয্যা নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলেই মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। পরিবার যে অভিযোগ করছে, তা তদন্ত করে দেখা হবে।

স্বাআলো/এস

Shadhin Alo