খুলনা বিভাগ

শার্শায় যুবকের অর্ধগলিত লাশ উদ্ধার, আটক ৩

মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি মিলন হোসেন, বেনাপোল (যশোর) প্রতিনিধি | October 14, 2025

যশোরের শার্শার কাজীরবেড় এলাকায় নিখোঁজ হওয়া এক ভ্যান চালকের অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

ভ্যান চালক নিখোঁজ হয় শুক্রবার (১০ অক্টোবর)। মঙ্গলবার (১৪ অক্টোবর) বাড়ি থেকে তার অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

পুলিশ সূত্রে জানা গেছে, নিহত ভ্যান চালকের নাম আব্দুল্লাহ (২৬)। তিনি শার্শা উপজেলার গাতিপাড়া গ্রামের ইউনুস আলী মোড়লের ছেলে।

শুক্রবার ১০ অক্টোবর সকাল ১১টার দিকে ভ্যান নিয়ে বাড়ি থেকে বের হয়ে আর ফিরে আসেননি। এ ঘটনায় তার বাবা শনিবার শার্শা থানায় একটি জিডি করেন। জিডি নং-৫০৫।

জিডির সূত্র ধরে শার্শা থানা পুলিশ ও যশোর জেলা গোয়েন্দা শাখা (ডিবি) যৌথ তৎপরতায় ঝিকরগাছা থানা এলাকা থেকে আব্দুল্লাহর ভ্যানটি উদ্ধার করে। পরে তথ্য প্রযুক্তির সহায়তায় সন্দেহভাজন হিসেবে আশানুর রহমান ওরফে আশা (২৮), মুকুল হোসেন (৩৮) এবং সাগর হোসেন (২৫) নামের তিনজনকে আটক করা হয়।

আজ সকালে আটককৃত আশানুর রহমানের বাড়ির পাশে জনৈক মালয়েশিয়া প্রবাসী বাবলু সরদারের পরিত্যক্ত একতলা বাড়ির টিনের বক্সের ভেতর থেকে ভ্যানচালক আব্দুল্লাহর অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়।

শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলিম জানান, আব্দুল্লাহর বাবা থানায় একটি নিখোঁজ সংক্রান্ত একটি জিডি করার পর থানা পুলিশ এবং গোয়েন্দা পুলিশ তৎপর ছিল। আটককৃতদের কাছ থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া গেছে।”প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, ভ্যান ছিনতাইয়ের উদ্দেশ্যে আব্দুল্লাহকে হত্যা করা হয়েছে। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ হত্যাকান্ডের সাথে আরও কেউ জড়িত আছে কিনা খোঁজখবর লাগানো হয়েছে। এ ঘটনায় শার্শা থানায় মামলার প্রস্তুতি চলছে ।

স্বাআলো/এস

Shadhin Alo