Uncategorized

যশোরে সড়কের পাশে মিললো সাবেক মেম্বারের ছেলের মরদেহ

| December 8, 2023

যশোরের মণিরামপুরে সড়কের পাশ থেকে জাহাঙ্গীর আলম (২৭) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

শুক্রবার (৮ ডিসেম্বর) সকালে উপজেলার সাতনল জোড়াপোল নামকস্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

জাহাঙ্গীর আলম উপজেলার পাড়িয়ালী গ্রামের সাবেক ইউপি সদস্য (মেম্বার) নুরুল হক দফাদারের ছেলে। তিনি ঢাকা কলেজের গণিত বিভাগ থেকে সম্প্রতি স্নাতক (সম্মান) শেষ করেছেন।

জাহাঙ্গীর আলমের চাচাতো ভাই জাহিদুল ইসলাম জানান, লেখাপড়ার পাশাপাশি একটি কোম্পানিতে চাকরি করতেন জাহাঙ্গীর। বৃহস্পতিবার রাতে ঢাকা থেকে বাড়ি ফিরছেন বলে বাবা-মাকে জানিয়েছিলেন এবং তাকে মণিরামপুর বাজার থেকে এসে নিয়ে যেতে বলেন। এ জন্য রাত ৪টার দিকে তার পরিবারের লোক গিয়ে মণিরামপুর বাজারে তার অপেক্ষায় থাকেন। কিন্তু সকাল পর্যন্ত জাহাঙ্গীরের কোনো দেখা পাননি তারা। পরে সকাল ৮টার দিকে সাতনল খানপুর জোড়া ব্রিজের পাশে জাহাঙ্গীরের মরদেহ পড়ে থাকার খবর পেয়ে সেখানে যান।

এলাকায় জাহাঙ্গীরের কোনো শত্রু ছিলো না বলেও জানান জাহিদুল ইসলাম।

মণিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনিরুজ্জামান বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করা হয়েছে। মরদেহে আঘাতের কোনো চিহ্ন পাওয়া যায়নি। সকালে লোকজন জাহাঙ্গীর আলমকে রাস্তা দিয়ে হেঁটে যেতে দেখেছেন, এমনটি জানতে পেরেছি। মৃত্যুর প্রকৃত কারণ জানতে লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply