পুলিশ হত্যা, নৈরাজ্য সৃষ্টি এবং বিএনপি-জামায়াতের অবরোধের প্রতিবাদে রংপুর মহানগরীতে শান্তি সমাবেশ ও মিছিল করেছে জেলা ও মহানগর আওয়ামী লীগ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে নগরীর বঙ্গবন্ধু চত্বরে শান্তি সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন, দলটির কেন্দ্রীয় কমিটির সদস্য সাবেক এমপি হোসনে আরা লুৎফা ডালিয়া, মহানগর আওয়ামী লীগের আহবায়ক ডা. দেলওয়ার হোসেন, যুগ্ম আহবায়ক আবুল কাশেম, জেলা যুগ্ম আহবায়ক মাজেদ আলী বাবুলসহ জেলা ও মহানগর আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ ও মহিলা লীগ নেতারা।
এ সময় বক্তারা বলেন, পুলিশ হত্যা ও নৈরাজ্য সৃষ্টিকারী বিএনপি-জামায়াতের অগ্নিসন্ত্রাসীদের ছাড় দেয়া হবে না। রাজপথেই তাদের মোকাবেলা করা হবে।
স্বাআলো/এসএস