গলাচিপায় সাবেক মেয়র হাজী ওহাবের মৃত্যুবার্ষিকী পালিত

পটুয়াখালীর গলাচিপায় সাবেক মেয়র হাজী আ. ওহাব খলিফার ৭ম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে।

হাজী আ. ওহাব খলিফার মৃত্যুবার্ষিকী উপলক্ষে বুধবার (৮ নভেম্বর) বেলা ১১টায় পৌরসভা কার্যালয়ে তার সুযোগ্য সন্তান বারবার নির্বাচিত পৌর মেয়র ও পৌর আওয়ামী লীগের সভাপতি আহসানুল হক তুহিনের সভাপতিত্বে এক স্মরণসভা ও দোয়া মোনাজাত অনুষ্ঠিত হয়।

বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সহ-সভাপতি, সাবেক ছাত্রলীগ নেতা ও ২০০৬ সাল থেকে গলাচিপা পৌরসভার তিন বার নির্বাচিত মেয়রছিলেন হাজী আ: ওহাব খলিফা।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভানেত্রী ও প্রয়াত মেয়রের সহধর্মিনী নুরুন্নাহার বেগম, প্রয়াত মেয়রের একমাত্র কন্যা ও মহিলা ভাইস চেয়ারম্যান ওয়ানা মার্জিয়া নিতু, গলাচিপা প্রেস ক্লাবের সভাপতি সমিত কুমার দত্ত মলয়, সিনিয়র সাংবাদিক খালিদ হোসেন মিল্টন, সিনিয়র সাংবাদিক সাজ্জাদ আহমেদ মাসুদ, সিনিয়র সাংবাদিক রফিকুল ইসলাম রুবেল ও প্যানেল মেয়র সুশীল চন্দ্র বিশ্বাস।

আরো উপস্থিত ছিলেন পৌরসভার সকল কমিশনার, কর নির্ধারক মসিউল ইসলাম ও হিসাব সহকারী কর্মকর্তা সবুজ পাল, সাংবাদিক সঞ্জিব দাস প্রমুখ।

আলোচনা ও স্মরণ সভা শেষে দোয়া মোনাজাত করা হয়। এ সময় তার পরিবার প্রয়াত মেয়রের রুহের আত্মার শান্তি ও পরকালে জান্নাত পাওয়ার আশায় সকলের কাছে তার জন্য দোয়া কামনা করেন।

এ সময় বাংলাদেশ আওয়ামী লীগের ধর্ম বিষয়ক উপকমিটির সদস্য এ্যাডভোকেট ফখরুল ইসলাম মুকুল প্রয়াত মেয়র হাজী আ. ওহাব খলিফার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন, তিনি ছিলেন আওয়ামী লীগের একজন ত্যাগী ও নিষ্ঠাবান মানুষ। দলের জন্য দিনভর কাজ করে গেছে। সকলের একজন প্রিয় মানুষ। তিনি সকলকে সাথে নিয়ে এই পৌরসভাকে গুছিয়ে রেখেছিলেন। তার মৃত্যুতে সবাই ব্যথিত। তিনি মুসলমানদের যেমন প্রিয় মানুষ ছিলেন তেমনি সনাতন ধর্মের মানুষের বন্ধু ছিলেন। তাই তো তার মারা যাওয়ার পর সনাতন ধর্মাবলম্বী লোকেরা ব্যথিত হয়ে বলেছেন আমাদের দেবতার মতো মানুষটা চলে গেছে। এখন আমাদের পাশে কে থাকবে, কে দেখবে আমাদের? আমরা সকলে তার জন্য দোয়া করি।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

পটুয়াখালী প্রেসক্লাবের ৬ সদস্য বিশিষ্ট আহবায়ক কমিটি গঠিত

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: পটুয়াখালী প্রেসক্লাবের ২০২৫ সালের এক বছর...

রাবিতে শিক্ষার্থীদের ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) স্নাতক (সম্মান) প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায়...

পটুয়াখালী কারাগার থেকে মুক্তি পেলেন ৩১ ভারতীয় জেলে

জেলা প্রতিনিধি, পটুয়াখালী: বাংলাদেশে অনুপ্রবেশের দায়ে নৌবাহিনীর হাতে আটককৃত...

অবশেষে কাজী নজরুল ইসলামকে জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি

অবশেষে বাংলাদেশের জাতীয় কবির রাষ্ট্রীয় স্বীকৃতি পেলেন কাজী নজরুল...