চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছার বিশিষ্ট আলেম সিংহঝুলি আলিম মাদরাসার সাবেক অধ্যক্ষ মাওলানা ইদরিস আলীর মৃত্যুবার্ষিকী আজ। ২০০৪ সালের ২৪ জুন তিনি ইন্তেকাল করেন।
তিনি মহেশপুরের শংকরহুদা-বাথানগাছি মাধ্যমিক বিদ্যালয়ের ইসলামিয়াত বিষয়ে শিক্ষকতার মাধ্যমে কর্মজীবন শুরু করেন এরপর চৌগাছার সিংহঝুলি আলিম মাদরাসার প্রতিষ্ঠাতা সুপার হিসেবে দায়িত্ব পালন করেন।
নড়াইলে গণ আন্দোলনের নেতা চয়ন মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত
চৌগাছার সর্বজন শ্রদ্ধেয় আলেম হিসেবেও তিনি সুখ্যাতি অর্জন করেন।
ছাত্রজীবনে তিনি মাদরাসা ছাত্রদের সংগঠন জমিয়তে তালাবায়ে আরাবিয়ার কেন্দ্রীয় কমিটির খুলনা বিভাগীয় সহ-সভাপতির দায়িত্ব পালন করেন। মাওলানা ইদরিস আলী চৌগাছা পাবলিক লাইব্রেরি, চৌগাছা এলাহি বক্স হাফেজিয়া মাদরাসাসহ চৌগাছার অসংখ্য মাদরাসা ও স্কুল এবং সামাজিক প্রতিষ্ঠান প্রতিষ্ঠার সাথে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন।
চৌগাছা শহরের নাজ লাইব্রেরির কর্ণধর এই আলেম সে সময়ে চৌগাছার অর্ধ শতাধিক স্কুল ও মাদরাসা প্রতিষ্ঠায় বিভিন্নভাবে জড়িত থেকে স্মরণীয় হয়ে আছেন।
নড়াইলে গণ আন্দোলনের নেতা চয়ন মল্লিকের মৃত্যুবার্ষিকী পালিত
মৃত্যুবার্ষিকীতে তার রুহের মাগফিরাত কামনা করে প্রতি বছরের মতো এদিন দোয়া ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়েছে বলে মরহুমের ছেলে ইসলামী ব্যাংক চৌগাছা শাখার কর্মকর্তা শামসুর রহমান ও নার্সারী ব্যবসায়ী হাবিবুর রহমান জানিয়েছেন।
স্বাআলো/এস/বি