জেলা প্রতিনিধি, চুয়াডাঙ্গা: জেলার জীবননগরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে সম্রাট হোসেন নামে একজনের মৃত্যু হয়েছে।
শনিবার (৩০ মার্চ) জীবননগর উপজেলার সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ায় এ ঘটনা ঘটে।
নিহত সম্রাট হোসেন (২৭) সেনেরহুদা গ্রামের মাঝের পাড়ার লিয়াকত আলীর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সম্রাট হোসেন শনিবার বিকেলে নিজ বাড়ির আঙ্গিনায় গোয়াল ঘরে বিদ্যুৎচালিত মোটরের পানি দিয়ে গরুর গাঁ ধোয়াচ্ছিলেন। এ সময় বিদ্যুৎচালিত মোটরের তারে সম্রাট হোসেন বিদ্যুতায়িত হয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
সেনেরহুদা গ্রামের ইউপি সদস্য আরমান আলী জানান, আমার ওয়ার্ডের বাসিন্দা সম্রাট হোসেন শনিবার বিকেলে গরুর গাঁ ধোয়ানোর সময় বিদ্যুৎস্পৃষ্টে মারা গেছে।
জীবননগর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম জাবীদ হাসান জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
স্বাআলো/এসআর