দুই শিশু সন্তানকে শ্বাসরোধে হত্যা, মা আটক

মাদারীপুরে নিজের দুই শিশু সন্তানকে শ্বাসরোধ করে হত্যা করেছেন মানসিক ভারসাম্যহীন এক মা। সন্তানদের হত্যা করে ঘরের দরজা বন্ধ করেন বসে ছিলেন তিনি।

বুধবার (১০ জুলাই) শহরের লঞ্চঘাট বালুর মাঠ এলাকায় এ ঘটনা ঘটে।

পরিবারের লোকজন বিষয়টি দেখতে পেয়ে দরজা খোলার চেষ্টা করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দরজা ভেঙে দুই শিশুর লাশ উদ্ধার করে।

স্থানীয় সূত্র জানায়, লঞ্চঘাট এলাকার হালিম খান ও তাহমিনা দম্পত্তির তিন বছর ও এক বছর বয়সী দুই শিশু সন্তান ছিলো। স্বামীর সঙ্গে পারিবারিক ঝামেলার পর তাহমিনা তার বাবা তারা মিয়ার বাড়িতে এসে থাকতেন। এরই মধ্যে তাহমিনা মানসিক ভারসাম্য হারিয়ে ফেলেন। তার চিকিৎসা চলছিলো।

বুধবার দুপুরের পরে তাহমিনার মা ছাদে কাপড় শুকাতে যান। এ সময় তাহমিনা ঘরের দরজা বন্ধ করে ভেতরে বসে দুই সন্তান জান্নাত ও মেহরাজকে শ্বাসরোধ করে হত্যা করেন। ঘরের লোকজন দরজা খুলতে বললেও তাহমিনা দরজা না খুলে ভেতরে চুপচাপ বসে থাকেন। পরে খবর দিলে পুলিশ এসে দরজা ভেঙে মশারি টাঙানো অবস্থায় খাটের ওপর দুই শিশুর মরদেহ নিয়ে মাকে বসে থাকতে দেখে।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএইচএম সালাউদ্দিন জানান, মা তাহমিনাকে আটক করে থানা হেফাজতে রাখা হয়েছে এবং দুই শিশুর মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Share post:

Subscribe

spot_imgspot_img

Popular

More like this
Related

আর্থিক লেনদেনের অভিযোগ, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোরের সদস্য সচিব জেসিনার পদ স্থগিত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন যশোর জেলার সদস্য সচিব জেসিনা মোরশেদ...

স্লোগানে স্লোগানে উত্তাল ধানমন্ডি ৩২, ভাঙচুর-আগুন

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাড়িতে...

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন

যশোর জেলা যুবদলের আহবায়ক কমিটি গঠন করা হয়েছে। পুরোনো...

নতুন দুইটি বিভাগ গঠন ও উপজেলা পর্যায়ে আদালত স্থাপনের সুপারিশ

কুমিল্লা ও ফরিদপুর নামে দুইটি নতুন বিভাগ গঠন করার...