মানিকগঞ্জের সিংগাইরে জন্মদিনের পার্টিতে অতিরিক্ত মদপানে অনিক রায়হান (২০) নামের এক কলেজছাত্র মারা গেছে। এসময় তার আরো তিন বন্ধু গুরুতর অসুস্থ হয়ে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে।
শনিবার (৭ অক্টোবর) দিনগত রাতে সাভারের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।
অনিক সিংগাইর সরকারি ডিগ্রি কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্র। তিনি উপজেলার আঙ্গারিয়া গ্রামের লাভলু হোসেনের ছেলে।
স্থানীয়রা জানান, শুক্রবার রাতে সিংগাইরের মৃত ধনঞ্জয় সাহার ছেলে দ্বীপের জন্মদিন উপলক্ষে এক ডিজে পার্টির আয়োজন করে বন্ধুরা। রাতে সবাই মদপান করে। অতিরিক্ত মদ্যপানে দ্বীপ, অনিক রায়হান ও নয়ন অসুস্থ হয়ে পড়লে তাদের প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। এরপর অনিককে নেয়া হয় সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে। দ্বীপ ও নয়নকে জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ মিজানুর রহমান জানান, কলেজ ছাত্র মারা যাওয়ার ঘটনাটি তিনি শুনেছেন। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান তিনি।
স্বাআলো/এসএ