চুয়াডাঙ্গার দামুড়হুদা উপজেলার সীমান্তবর্তী চাকুলিয়া গ্রামে ইজিবাইকের ধাক্কায় বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান (৭০) নিহত হয়েছেন।
সোমবার (২৭ নভেম্বর) দুপুরের দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত লুৎফর রহমান ওই গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, দুপুরের দিকে বীর মুক্তিযোদ্ধা লুৎফর রহমান বাড়ির পার্শ্ববর্তী দোকানে চাঁ খাওয়ার জন্য যাচ্ছিলো। এসময় তিনি রাস্তা পার হতে গেলে বিপরীত দিক থেকে আসা দ্রুতগামী একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার করে চুয়াডাঙ্গা সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) বিপ্লব কুমার শাহা এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
স্বাআলো/এসএ