ঝিনাইদহে পুকুরে ডুবে ২ বোনের মৃত্যু

জেলা প্রতিনিধি, ঝিনাইদহ জেলা প্রতিনিধি, ঝিনাইদহ | May 28, 2025

ঝিনাইদহের মহেশপুর উপজেলায় পুকুরে ডুবে আফিয়া খাতুন (১২) ও সাথিয়া খাতুন (৮) নামে দুই চাচাতো বোনের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

বুধবার (২৮ মে) উপজেলার নেপা ইউনিয়নের খোসালপুর গ্রামে স্কুলে যাওয়ার জন্য গোসল করতে পুকুরে নেমে এই দুর্ঘটনা ঘটে।

মহেশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি তদন্ত) সাজ্জাদুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

যশোরে ট্রাকের ধাক্কায় কলেজছাত্র নিহত

জানা গেছে, নিহত আফিয়া খোসালপুর গ্রামের শফিকুল ইসলামের মেয়ে এবং সাথিয়া খায়রুল ইসলামের মেয়ে। তারা দুইজনই খোসালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ছিলো।

স্থানীয় ইউপি সদস্য ও আফিয়ার মামা এনামুল হক জানান, সকালে দুই বোন স্কুলে যাওয়ার জন্য বাড়ির পাশের পুকুরে গোসল করতে নামে। দীর্ঘক্ষণ তাদের সাড়াশব্দ না পেয়ে পরিবারের লোকজন খোঁজাখুঁজি শুরু করে এবং পুকুরে গিয়ে তাদের মরদেহ উদ্ধার করে। এই ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

মহেশপুর থানার ওসি (তদন্ত) সাজ্জাদুর রহমান বলেন, পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যুর খবর পেয়েছি। পুলিশ ফোর্স নিয়ে ঘটনাস্থলে রওনা হয়েছি।

স্বাআলো/এস