নিজস্ব প্রতিবেদক: যশোরের চৌগাছায় বিচুলি কাটা মেশিনে বিদ্যুতায়িত হয়ে এক সন্তানের জননী রুমি খাতুন (৩২) নামে দশ মাসের অন্তঃসত্ত্বা নারীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৩ এপ্রিল) সন্ধ্যা সাতটার দিকে রুমির স্বামীর বাড়িতে বিদ্যুৎস্পৃষ্টের ঘটনা ঘটে।
রুমির ৫ বছর বয়সী একটি কন্যা রয়েছে। তিনি উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের রামকৃষ্ণপুর গ্রামের স্বপন হোসেনের স্ত্রী। এবং উপজেলার হাকিমপুর ইউনিয়নের হুদো হাজীপুর গ্রামের আব্দুল গনির মেয়ে।
নিহতের পরিবারের উদ্ধৃতি দিয়ে পুলিশ জানায়, রুমি খাতুন দশ মাসের অন্তঃসত্ত্বা ছিলেন। আগামী ১৮ এপ্রিল তার ডেলিভারির ডেট ছিলো। শনিবার দুপুরে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে রুটিন চেকআপ করিয়ে বিকেলে বাড়ি ফেরেন। সন্ধ্যায় বাড়ির গবাদি পশুর জন্য ইলেক্ট্রনিক মেশিনে খড় কাটতে মেশিনে বিদ্যুতের লাইন দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হন। এতে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। বিষয়টি দেখতে পেয়ে তার শাশুড়ি ডাক চিৎকার দিলে স্থানীয়রা এসে উদ্ধার করে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা করে তাকে মৃত ঘোষণা করেন।
চৌগাছা থানার উপ-পরিদর্শক (এসআই) সৌরভ গাঙ্গুলী বলেন, লাশটির সুরাহতল সম্পন্ন হয়েছে। ময়নাতদন্ত ছাড়াই লাশ দাফনের জন্য পরিবার অনুমতি চেয়েছে।
চৌগাছা থানার ওসি ইকবাল বাহার চৌধুরী বলেন এ ঘটনায় অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস