প্রবাসের খবর

শেখ রাসেল দিবসের অনুষ্ঠান থেকে ফেরার পথে লেবাননে দুই বাংলাদেশির মৃত্যু

| October 19, 2023

শেখ রাসেল দিবসের অনুষ্ঠানে যোগ দিয়ে বাসায় ফেরার পথে লেবাননে মোটরসাইকেল দুর্ঘটনায় খুলনার নিলুসহ দুই বাংলাদেশি নিহত হয়েছেন।

ফজলু নামে আরেক বাংলাদেশি গুরুতর আহত হয়েছেন।

বুধবার (১৮ অক্টোবর) সন্ধ্যায় বাংলাদেশ দূতাবাসে বৈরুতের ছুল আহাদ নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নিলু মোল্লা লেবানন আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। তার বাড়ি বাংলাদেশের খুলনার রুপসা উপজেলায় ও জুয়েল হোসেনের বাড়ি শরীয়তপুরের সখীপুর উপজেলায়।

ট্রাক-মোটরসাইকেলের সংঘর্ষ: পূজার শপিং করে ফেরার পথে খালা-ভাগনে নিহত

জানা গেছে, দূতাবাসের অনুষ্ঠান শেষে নিলু মোল্লা, জুয়েল হোসেন ও ফজলু এই তিন বাংলাদেশি একটি মোটরসাইকেলযোগে বাসায় ফিরছিলেন। তারা ছুল আহাদের কাছে পৌঁছালে ছিনতাইকারী মোটরসাইকেলযোগে বাংলাদেশিদের ধাওয়া করলে দ্রুতগতির মোটরসাইকেলটি দুর্ঘটনার শিকার হয়।

আরোহীরা সবাই ছিঁটকে রাস্তায় পড়ে যায়। পরে অ্যাম্বুলেন্স এসে তাদের সবাইকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক নিলু মোল্লা ও জুয়েলকে মৃত ঘোষণা করে। ফজলু নামের আরেক বাংলাদেশি গুরুতর আহত অবস্থায় স্থানীয় রোম হাসপাতালে চিকিৎসাধীন।

এদিকে দুই বাংলাদেশির মৃত্যুতে প্রবাসীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে। দুর্ঘটনার খবর পেয়ে দূতাবাসের কর্মকর্তা, লেবানন আওয়ামী লীগ ও বিভিন্ন সামাজিক সংগঠনের নেতারা হাসপাতালে ছুটে আসেন।

স্বাআলো/এস

Shadhin Alo

Leave a Reply