মৌলভীবাজারে ঢলের পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুন) সদর উপজেলায় চাঁদনীঘাট ইউনিয়নের শ্যামেরকোনা গ্রামে ঢলের পানি থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।
মৃত শিশুরা হলো শ্যামেরকোনা গ্রামের জমির আলীর ছেলে হৃদয় আহমদ ও একই গ্রামের ফয়সল মিয়ার ছেলে সাদী আহমদ।
স্থানীয়রা জানায়, গত কযেক দিনের বৃষ্টি ও ধলাই নদীর পানিতে পুরো শ্যামেরকোনা গ্রামের বাড়িঘরের আশপাশ, রাস্তা ও মাঠ পানিতে তলিয়ে যায়। আজ বৃহস্পতিবার (২০ জুন) সাদী বাড়ির পাশে খেলার এক পর্যায়ে ঢলের পানিতে পড়ে যায়। পরে পাশের বাড়ির হৃদয় তাকে উদ্বার করতে এসে সেও পানিতে ডুবে যায়। এরপর স্থানীয়রা তাদের উদ্বার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
চাঁদনীঘাট ইউনিয়ন পরিষদ চেয়ার আক্তার উদ্দিন বলেন, ঢলের পানিতে বিভিন্ন এলাকা তলিয়ে গেছে। এ অবস্থায় শিশুদের নিরাপদে রাখার অনুরোধ করেন তিনি।
পুকুরে ডুবে প্রাণ গেলো ২ মাদরাসা ছাত্রের
মৌলভীবাজার সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) নজরুল ইসলাম বলেন, দুই শিশু মৃত্যুর ঘটনাটি শুনে হাসপাতালে এসেছি। পরিবার চাইলে প্রশাসনের অনুমতি সাপেক্ষে ময়নাতদন্ত ছাড়া মরদেহ নিতে পারবে।
স্বাআলো/এস