চৌগাছা (যশোর) প্রতিনিধি: যশোরের চৌগাছায় নানা বাড়ি বেড়াতে এসে ইঞ্জিনচালিত ভ্যানের চাপায় সাইমুন হোসেন (৩) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।
নিহত সাইমুন হোসেন ঝিনাইদহ জেলার মহেশপুর উপজেলার নাটিমা গ্রামের শিমুল হোসেনের ছেলে।
রবিবার (২২ ডিসেম্বর) উপজেলার স্বরুপদাহ ইউনিয়নের খড়িঞ্চা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের পাকা রাস্তায় এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, মায়ের সাথে খড়িঞ্চা গ্রামের আতিয়ার রহমানের বাড়িতে বেড়াতে আসে। রবিবার গ্রামের সরকারি প্রাথমিক বিদ্যালয় পাড়ার গরুর ব্যাপারী মন্টুর বাড়ির সামনে পাকা রাস্তার উপর দাড়িয়ে ছিলো। এসময় অজ্ঞাতনামা একটি ইঞ্জিনচালিত ভ্যান শিশুটির গায়ের উপর উঠিয়ে দেয়। ভ্যানের ধাক্কায় সে মাটিতে পড়ে গেলে ভ্যানের চাকা তার বুকের উপর দিয়ে উঠে যায়। স্থানীয়রা উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে তার অবস্থা গুরুতর হওয়ায় চিকিৎসক যশোর ২৫০ শয্যা বিশিষ্ট সদর হাসপাতালে রেফার্ড করেন। সেখানে নেয়ার পথে অ্যাম্বুলেন্সেই তার মৃত্যু হয়।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) পায়েল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করে বলেন, এ বিষয়ে পরবর্তী আইনি পদক্ষেপ প্রক্রিয়াধীন।
স্বাআলো/এস