খুলনা বিভাগ

সাতক্ষীরায় ইজিবাইকের ধাক্কায় শিশুর মৃত্যু

| January 22, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: ইজিবাইকের ধাক্কায় ঋত্বিকা দাস (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (২২ জানুয়ারি) সাতক্ষীরা সদরের ঝাুডাঙা বলফিল্ডের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ঋত্বিকা ঝাউডাঙা এলাকার ষষ্ঠীপদ দাসের মেয়ে।

প্রত্যক্ষদর্শীরা জানান, বুধবার ঋত্বিকা ঝাউডাঙ্গা বলফিল্ড সংলগ্ন সাতক্ষীরা-যশোর সড়ক পার হচ্ছিলো। এ সময় ঝাউডাঙ্গা থেকে ছেড়ে আসা একটি ইজিবাইক ধাক্কা দিলে ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে তার পরিবারের কাছে হস্তান্তর করে। ঘটনার পরপরই স্থানীয়রা ইজিবাইক চালককে আটক করে রাখে।

সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick