খুলনা বিভাগ

সাতক্ষীরায় মায়ের হাত ছেড়ে দৌঁড়, ভ্যানের চাপায় শিশুর মৃত্যু

| April 22, 2025

রঘুনাথ খাঁ, সাতক্ষীরা: জেলার শ্যামনগরে মায়ের হাত ছেড়ে হঠাৎ সড়কে দৌড় দিতে গিয়ে দ্রুতগতির ব্যাটারিচালিত ভ্যানের নিচে চাপা পড়ে মুন্না নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

গুরুতর আহত অবস্থায় শিশুটিকে উদ্ধার করে হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সোমবার (২১ এপ্রিল) বিকেলে শ্যামনগর পৌরসভার চন্ডিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনের সড়কে এই দুর্ঘটনা ঘটে।

নিহত শিশু মুন্না সাতক্ষীরার কালীগঞ্জ উপজেলার বাজার গ্রাম রহিমপুর এলাকার বাসিন্দা আনারুল ইসলামের ছেলে।

সাতক্ষীরায় আবারো পুকুর থেকে ৩৮ পিস দেশীয় অস্ত্র উদ্ধার

স্থানীয় বাসিন্দা আঞ্জুমান আরা জানান, মুন্না সকালে তার মায়ের সঙ্গে শ্যামনগরের চন্ডিপুরে নানা আব্দুস সাত্তারের বাড়িতে বেড়াতে এসেছিল। বিকেলে সে তার মা ও নানির সঙ্গে বাড়ির পাশে ঘুরতে বের হয়। সেখান থেকে নানা বাড়ি ফেরার পথে চন্ডিপুর মোড়-নকিপুর বাজার সড়কে মায়ের হাত ধরে হাঁটছিল মুন্না। হঠাৎ সে মায়ের হাত ছেড়ে দৌঁড়ে একাই সড়ক পার হওয়ার চেষ্টা করে। ঠিক সেই মুহূর্তে দ্রুতগতিতে আসা একটি ব্যাটারিচালিত মোটরভ্যান তাকে সজোরে চাপা দেয়। এতে শিশুটি মারাত্মকভাবে আহত হয়।

তিনি আরো জানান, দুর্ঘটনার পরপরই স্থানীয়রা গুরুতর আহত মুন্নাকে উদ্ধার করে দ্রুত শ্যামনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। কিন্তু হাসপাতালে পৌঁছানোর পর কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

সাতক্ষীরা সীমান্ত দিয়ে ভারতে পাচারের সময় নারী-শিশুসহ ১২ বাংলাদেশি আটক

শ্যামনগর থানার অফিসার ইনচার্জ (ওসি) হুমায়ুন কবীর মোল্লা ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, শিশুটির পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়াই মরদেহ দাফনের জন্য অনুমতি দেয়া হয়েছে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo