নিজস্ব প্রতিবেদক
যশোরের ঝিকরগাছা উপজেলায় ইজিবাইকের ধাক্কায় আনিকা (৪) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
আনিকা উপজেলার গঙ্গানন্দপুর ইউনিয়নের মৌতা গ্রামের রিপন হোসেনের মেয়ে।
শনিবার (৩ মে) সকালে বাড়ির সামনের রাস্তায় এই দুঃখজনক দুর্ঘটনা ঘটে।
ঝিকরগাছায় গৃহবধূকে ধর্ষণের অভিযোগ, বাড়িওয়ালা আটক
প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল আনুমানিক ১০টার দিকে আনিকা আরো দুই শিশুর সঙ্গে বাড়ি থেকে বের হয়ে পাকা রাস্তায় উঠছিলো। ঠিক সেই মুহূর্তে একটি দ্রুতগামী ইজিবাইক তাকে স্বজোরে ধাক্কা দেয়। এতে আনিকা পাকা রাস্তায় ছিটকে পড়ে মাথায় গুরুতর আঘাত পায় এবং তার নাক ও মুখ দিয়ে রক্তক্ষরণ হতে থাকে।
রক্তাক্ত অবস্থায় শিশুটিকে দ্রুত ঝিকরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাকে বাড়ি পাঠিয়ে দেন। কিন্তু বাড়িতে আনার পর আনিকার অবস্থার আরও অবনতি ঘটে। পরে তাকে যশোর জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানকার জরুরি বিভাগের চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।
একমাত্র সন্তান আনিকার আকস্মিক মৃত্যুতে তার পরিবারে শোকের মাতম চলছে। বাবা-মা শোকে প্রায় বাকরুদ্ধ হয়ে পড়েছেন। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্বাআলো/এস