বরিশাল বিভাগ

পুকুরে ডুবে ২ শিশুর মৃত্যু

বরিশাল ব্যুরো বরিশাল ব্যুরো | July 1, 2025

বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের পাতাকাটা গ্রামে পুকুরের পানিতে ডুবে জুনায়েদ (৫) এবং ইয়াসিন (৬) নামে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) দুপুরে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে।

নিহত জুনায়েদ পাতাকাটা গ্রামের সিদ্দিকুর রহমানের ছেলে এবং ইয়াসিন রাসেল হোসেনের ছেলে। তারা একে অপরের প্রতিবেশী ছিল।

স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুরে জুনায়েদ এবং ইয়াসিন বাড়ির পাশের পুকুরের পাড়ে খেলা করছিল। খেলার এক পর্যায়ে জুনায়েদ হঠাৎ পানিতে পড়ে যায়। তাকে বাঁচাতে গিয়ে ইয়াসিনও পুকুরে নেমে তলিয়ে যায়। দীর্ঘ সময় ধরে শিশুদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করেন এবং পরে পুকুর থেকে তাদের উদ্ধার করেন।

দ্রুত জুনায়েদ এবং ইয়াসিনকে বরগুনা জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

বরগুনা জেনারেল হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা. তাজকিয়া সিদ্দিকাহ জানান, হাসপাতালে নিয়ে আসার অনেক আগেই শিশু দুটির মৃত্যু হয়েছিল। পরীক্ষা-নিরীক্ষার পর শিশুদের মৃত ঘোষণা করে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এই ঘটনায় পাতাকাটা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo