খুলনা বিভাগ

নড়াইলে পানিতে ডুবে শিশুর মৃত্যু

জেলা প্রতিনিধি, নড়াইল জেলা প্রতিনিধি, নড়াইল | August 12, 2025

নড়াইলে বালতির পানিতে ডুবে নাঈমা (১৫ মাস) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ আগস্ট) সদর উপজেলার জঙ্গলগ্রামে এই হৃদয়বিদারক ঘটনা ঘটে। নিহত নাঈমা ওই গ্রামের বারেক শেখের মেয়ে।

পারিবারিক সূত্রে জানা যায়, বারেক শেখের বাড়ির টিউবওয়েলের নিচে একটি বালতি পানি ভর্তি অবস্থায় রাখা ছিল। পরিবারের সদস্যদের অলক্ষ্যে শিশু নাঈমা খেলতে খেলতে ওই বালতির পানিতে পড়ে যায়।

কিছুক্ষণ পর পরিবারের লোকজন তাকে দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে টিউবওয়েলের নিচে বালতির মধ্যে নাঈমাকে নিস্তেজ অবস্থায় পাওয়া যায়। দ্রুত তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত ঘোষণা করেন।

এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

স্বাআলো/এস

Shadhin Alo