নিজস্ব প্রতিবেদক: যশোরের সদর উপজেলার নরেন্দ্রপুরের খন্দকার পাড়ায় বালতির পানিতে ডুবে শান্তা নামে দুই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
তার বাবার নাম শান্তি শেখ।
যশোরে কাভার্ডভ্যানচাপায় যুবক নিহত
শুক্রবার (২৪ মে) বাড়ির উঠানে রাখা বালতির পানিতে শান্তা খেলা করতে গেলে বালতির পানিতে ডুবে যায়। কিছুক্ষণ পর শান্তার দাদী গোসল করাতে গিয়ে দেখতে পায় শিশুটি বালতির ভেতর ডুবে আছে। এ সময় তার চিৎকারে বাড়ির অন্যান্য সদস্যরা ছুটে এসে শান্তাকে উদ্ধার করে হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু ঘটে।
যশোরে হাসপাতাল থেকে ঝাঁপ দিয়ে রোগীর আত্মহত্যা
শিশুটির বাবা শান্তি শেখ বলেন, আজকে আমার সব শেষ হয়ে গেছে। একটু অসাবধানতায় আমার কলিজার টুকরা আমাদের ছেড়ে চলে গেলো আমি এখন কি করবো। এ ঘটনায় এলাকায় হৃদয়বিদারক ঘটনার সৃষ্টি হয়।
স্বাআলো/এস