খুলনায় ইজিবাইকের চাকায় পিষ্ট হয়ে শামীম ইসলাম নামে ছয় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
শনিবার (২১ অক্টেবার) পাইকগাছা উপজেলার কপিলমুনির ভৈরবঘাটায় এ দুর্ঘটনা ঘটে।
শামীম ইসলাম পাশ্ববর্তী ডুমুরিয়া উপজেলার নরনিয়া গ্রামের ইসলামের ছেলে। ঘটনার পর স্থানীয়রা ইজিবাইকটি জব্দ করলেও চালক পালিয়ে যায়।
যশোরে হকারের অর্ধগলিত মরদেহ উদ্ধার
নিহত শিশু শামীম ইসলামের নানা সোহরাব গাজী জানান, শিশু শামীম ইসলাম তার মামার বিয়েতে তাদের বাড়িতে বেড়াতে আসে। শনিবার সকালে বাড়ি থেকে বের হয়ে রাস্তা পার হওয়ার সময় দ্রুত গতির একটি ইজিবাইক তাকে ধাক্কা দিলে সে রাস্তার ওপর ছিটকে পড়লে ইজিবাইকের চাকা শিশু শামীমের মাথার ওপর দিয়ে চলে যায়। তাৎক্ষণিক স্থানীয়দের সহায়তায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য কপিলমুনি হাসপাতালে নেয়া হলে সেখানে কর্তব্যরত চিকিৎসক শিশু শামীমকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন স্থানীয় ইউপি চেয়ারম্যান কওছার আলী জোয়াদ্দার।
স্বাআলো/এস