সাতক্ষীরায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেজাউল ইসলাম নামের এক দিনমজুরের মৃত্যু হয়েছে।
বুধবার (২৫ অক্টোবর) সদর উপজেলার পাথরঘাটা গ্রামে এ ঘটনা ঘটে।
রেজাউল ইসলাম সদর উপজেলার রামেরডাঙ্গা গ্রামের বাসিন্দা। তিনি পেশায় একজন দিনমজুর ছিলেন।
ঝিনাইদহে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে প্রাণ গেলো কৃষকের
বিষয়টি নিশ্চিত করেন সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) মহিদুল ইসলাম।
তিনি বলেন, ওই এলাকায় মাছের ঘেরের কাছে ফেলে রাখা তারে জড়িয়ে বিদ্যুতায়িত হয়ে রেজাউলের মৃত্যু হয়। খবর পেয়ে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সাতক্ষীরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
স্বাআলো/এস