নিজস্ব প্রতিবেদক: যশোরের মণিরামপুরে চড়ক পূজা উৎসবের অংশ হিসেবে খেজুর ভাঙতে গিয়ে গাছ থেকে পড়ে দেবপ্রসাদ দেবু ওরফে ছোট্ট (৩৭) নামে এক সন্ন্যাসীর মর্মান্তিক মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ এপ্রিল) সন্ধ্যা আনুমানিক ৬টার দিকে মণিরামপুর পৌরসভার তাহেরপুর গ্রামে এই দুর্ঘটনা ঘটে।
নিহত দেবপ্রসাদ দেবু ওই গ্রামের অজিত দাসের ছেলে।
পারিবারিক সূত্রে জানা গেছে, সনাতন ধর্মাবলম্বীদের চড়ক পূজা উপলক্ষে সন্ন্যাসীরা বিভিন্ন আচার-অনুষ্ঠানে অংশ নেন। এর অংশ হিসেবে সোমবার বিকেলে খেজুর ভাঙার জন্য দেবপ্রসাদ দেবু মণিরামপুর আদর্শ বহুমুখী মাধ্যমিক বিদ্যালয়ের পাশে একটি খেজুর গাছে ওঠেন। গাছটি প্রায় ৪০ ফুট উঁচু ছিলো। এক পর্যায়ে সন্ধ্যা ৬টার দিকে তিনি গাছের মাথা থেকে পা পিছলে নিচে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। চড়ক পূজার উৎসবের মধ্যে এই আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
খবর পেয়ে মণিরামপুর থানার পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে।
মণিরামপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ গাজী জানান, ঘটনার খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই এবং প্রাথমিক তদন্ত করি। গাছ থেকে পড়েই ওই ব্যক্তির মৃত্যু হয়েছে বলে নিশ্চিত হওয়া গেছে।
তিনি আরো জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে।
স্বাআলো/এস