যশোর

যশোরে চিকিৎসকের অবহেলায় রোগীর মৃত্যুর অভিযোগ

| October 31, 2023

যশোরে ইউনিক হাসপাতাল এন্ড ডায়াগনস্টিক সেন্টারে চিকিৎসক ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রুনা খাতুন (২৬) নামে এক রোগীর মৃত্যুর অভিযোগ উঠেছে।

রুনা খাতুন সদর উপজেলার কচুয়া ইউনিয়নের মুনসেফপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের মেয়ে।

স্বজনদের অভিযোগ, মঙ্গলবার (৩১ অক্টোবর) ভোরে রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ কোনো গুরুত্ব দেয়নি।

পরে রোগীর পরিবারের সদস্যরা ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় মৃত্যু হয়েছে অভিযোগ তুলে হট্টগোল করেন। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্বজনরা জানান, ২৯ অক্টোবর রুনা খাতুন কানের সমস্যা নিয়ে ইউনিক হাসপাতালে ভর্তি হন। সেখানে দায়িত্বরত চিকিৎসক অধ্যাপক ডা. আবু কায়সার ৩৫ হাজার টাকার চুক্তিতে তার অপারেশন করেন। অপারেশনের পর ওই দিন রাতে ডাক্তার ঢাকায় চলে যান। একদিনও রোগীর কাছে আসেননি। অপারেশনের পর রোগীর অবস্থার অবনতি হলে ক্লিনিক কর্তৃপক্ষ তাকে অন্য হাসপাতালে স্থানান্তরের পরামর্শ দেয়। কিন্তু রোগীর পরিবারের সদস্যরা তা করতে রাজি হননি।

তারা দাবি করেন, ডাক্তার ও ক্লিনিক কর্তৃপক্ষের অবহেলায় রোগীর মৃত্যু হয়েছে।

ইউনিক হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক মনিরুজ্জামান জানান, মৃত্যুর কারণ ডাক্তার বলতে পারবেন। তবে, এ প্রতিষ্ঠান থেকে কোনো অবহেলা করা হয়নি।

সিভিল সার্জন ডা. বিপ্লব কান্তি বিশ্বাস বলেন, এ ঘটনায় আমার কাছে মৌখিক অভিযোগ জানিয়েছে মৃতের স্বজনরা। ওই প্রতিষ্ঠানের বিরুদ্ধে তদন্তপূর্বক ব্যবস্থা নেয়া হবে।

স্বাআলো/এসএ

Shadhin Alo

Leave a Reply