নোয়াখালীর সোনাইমুড়ীতে বাড়ির পাশের জলাশয়ে ঘুরতে গিয়ে নৌকা ডুবে আদিবা ইসলাম (১৪) নামে এক স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে।
শনিবার (১৯ জুলাই) দুপুরে উপজেলার বজরা ইউনিয়নের পূর্ব চাঁদপুর গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে।
নিহত আদিবা একই গ্রামের আমান উল্যা বাড়ির সাইফুল ইসলাম সুমনের মেয়ে এবং স্থানীয় বজরা উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির ছাত্রী ছিলো।
স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে আদিবা আরো ৪-৫ জন শিশু-কিশোরীকে সঙ্গে নিয়ে বাড়ির পাশের জলাশয়ে একটি নৌকায় করে ঘুরতে বের হয়।
জলাশয়ের মাঝামাঝি পৌঁছালে হঠাৎ তাদের নৌকাটি উল্টে যায়। এসময় নৌকার অন্য আরোহীরা সাঁতরে তীরে উঠতে সক্ষম হলেও আদিবা পানিতে তলিয়ে যায়।
পরে খোঁজাখুঁজির পর তাকে উদ্ধার করে দ্রুত সোনাইমুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক দুপুর ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
সোনাইমুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করে বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ বিষয়ে পরবর্তীতে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
স্বাআলো/এস