খুলনা বিভাগ

নড়াইলে বজ্রপাতে কিশোরের মৃত্যু

| May 12, 2024

জেলা প্রতিনিধি, নড়াইল: জেলার লোহাগড়ায় বজ্রপাতে মিরাজ মুন্সী (১৬) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। এসময় বজ্রপাতে একটি গরুর মৃত্যু হয়েছে।

রবিবার (১২ মে) লোহাগড়া উপজেলার সরুশুনা গ্রামের ইছামতি বিলে এ ঘটনা ঘটে।

সরুশুনা গ্রামের সালাউদ্দিন শেখ জানান, সরুশুনা মুন্সীপাড়ার বিপুল মুন্সীর ছেলে মিরাজ মুন্সী বাড়ির পাশের ইছামতি বিলে কৃষি কাজ করছিলেন। এসময় বৃষ্টির সাথে বজ্রপাতের ঘটনা ঘটলে মিরাজ গুরুতর অসুস্থ হয়ে পড়েন।

নড়াইলে বৃদ্ধার লাশ উদ্ধার

স্থানীয় ইউপি সদস্য জাকির হোসেন জানান, ঘটনার পর এলাকার লোকজন মিরাজকে উদ্ধার করে নড়াইল সদর হাসপাতালের উদ্দেশ্যে রওনা হন। কিন্তু মারা যাওয়ার কারণে মাঝ পথ থেকে ফিরে বাড়িতে চলে আসে। বজ্রপাতে মাহফুজার মুন্সীর একটি গরুর মৃত্যু হয়েছে।

স্বাআলো/এস

Debu Mallick