যশোরের চৌগাছা উপজেলায় সাপের কামড়ে বিপদী রানী সুন্দরী (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে।
তিনি ওই উপজেলার সুখপুকুরিয়া গ্রামের বাগপাড়ার বশিবাগ কুমারের স্ত্রী।
জানা গেছে, সোমবার (১৪ জুলাই) বিপদী রানী সুন্দরী নিজ বাড়িতে ঘুমিয়ে থাকা অবস্থায় একটি বিষধর সাপ তাকে কামড় দেয়। ঘটনার পরই তার স্বজনরা দ্রুত তাকে ওঝা ও কবিরাজ দিয়ে ঝাড়ফুঁক করান। কিন্তু এতে তার অবস্থার কোনো উন্নতি না হয়ে বরং অবনতি হতে থাকে।
মণিরামপুরে বিএনপি নেতাকে কুপিয়ে হত্যা
অবস্থা আশঙ্কাজনক দেখে দ্রুত তাকে চৌগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়। সেখানকার চিকিৎসকরা উন্নত চিকিৎসার জন্য তাকে দ্রুত যশোর জেনারেল হাসপাতালে রেফার করেন। তবে দুর্ভাগ্যবশত, যশোরে নেয়ার পথেই বিপদী রানী সুন্দরী মারা যান।
চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) আনোয়ার হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি জানান, সাপের কামড়ে ওই নারীর মৃত্যু হয়েছে।
স্বাআলো/এস